×

তথ্যপ্রযুক্তি

তিন ক্যামেরার নতুন ফোন আনছে হুয়াওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ১১:১৮ এএম

চীনের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিরিজের পরবর্তী ডিভাইস পি১১ এর পেছনে ৩টি ক্যামেরা থাকবে বলে গুঞ্জন উঠেছে। এর ফলে সবগুলো ক্যামেরার ছবি একত্রিত করে ৪০ মেগাপিক্সেল রেজুলেশনে ছবি তোলা যাবে। সেলফির জন্য সামনে থাকছে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।পেছনের তিনটি ক্যামেরা ৪০ মেগাপিক্সেলে ছবি ধারণ করতে পারবে। এতে ৫এক্স হাইব্রিড জুম ও ৪টি পিক্সেল একত্রিত করে ১টি পিক্সেল বানিয়ে নয়েজ কমিয়ে স্বল্প আলোতে ২৪ মেগাপিক্সেল রেজুলেশনের ছবি তোলা যাবে।শুধু ক্যামেরার হার্ডওয়্যারেই নয়, সফটওয়্যারেও আসছে রদবদল। অবস্থান ও আলো বিশ্লেষণ করে সঠিক সেটিংস নির্বাচন করার জন্য যুক্ত করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।হুয়াওয়ের পি সিরিজটি বরাবরই ক্যামেরার জন্য সমাদৃত। এবারও ক্যামেরার লেন্স ও অন্যান্য হার্ডওয়্যারের জন্য হুয়াওয়ের পাশাপাশি কাজ করছে লাইকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App