×

তথ্যপ্রযুক্তি

বাজারে আসছে ৫১২ জিবির ফোন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০১:৪৫ পিএম

আজকাল স্মার্টফোন বা ট্যাবলেট থেকে মেমোরিকার্ড ব্যবহারের সুবিধা একেবারেই লোপ পেয়েছে।এর ফলে কেনার সময় ভেতরে থাকা স্টোরেজ বা ‘রম’ যতো বেশি হবে ততোই ভালো। এপর্যন্ত ২৫৬ গিগাবাইটের ওপর রম চিপ তৈরি না হওয়ার ফলে ডিভাইসগুলো ২৫৬ জিবিতেই সীমাবদ্ধ ছিলো। তবে আগামী বছর থেকে ৫১২ জিবি ডিভাইসও বাজারে পাওয়া যাবে।স্টোরেজের পরিমাণ বাড়ার পেছনে রয়েছে স্যামসাংয়ের নতুন ই-ইউএফএস মেমোরি চিপ। যেহেতু স্মার্ট ডিভাইসে একটির বেশি মেমোরি চিপ ব্যবহার করা সম্ভব হয় না, ফলে চিপের সর্বোচ্চ আকৃতির ওপর ডিভাইসের স্টোরেজ নির্ভর করে।প্রতিটি কম্পিউটারের গতি অনেকটাই তার স্টোরেজের গতির ওপর নির্ভরশীল, স্মার্টফোন ও ট্যাবলেটও ব্যতিক্রম নয়। নতুন চিপের গতি পূর্বের চেয়ে অনেক বাড়ানো হয়েছে, মাত্র ৬ সেকেন্ডে ৫ গিগাবাইট তথ্য এতে রাইট অথবা রিড করা যাবে।ধরে নেওয়া যেতে পারে এর ফলে ২০১৮ সালের সকল ফ্ল্যাগশিপ ফোন বা ট্যাবলেটের ৫১২ গিগাবাইট সংস্করণ বাজারে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App