×

তথ্যপ্রযুক্তি

১০ ডিসেম্বর শেখ হাসিনা সফটওয়্যার পার্কের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৭, ০৩:২০ পিএম

সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়েছে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের । আগামী ১০ ডিসেম্বর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়াও, হাইটেক পার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে প্রথমবারের মতো পালন করা হবে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’।এ অনুষ্ঠান সমূহ সুষ্ঠু ভাবে সম্পন্ন করবার জন্য ছুটির দিনগুলোতে যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের অফিস খোলা রাখা হয়েছে ।সফটওয়্যার টেকনোলজি পার্কটি নির্মিত হয়েছে যশোর শহরের বেজপাড়া এলাকায়।১৫ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪১ কোটি টাকা। মোট জায়গার পরিমাণ দুই লাখ ৩২ হাজার বর্গফুট। প্রতিটি ফ্লোরে ১৪ হাজার বর্গফুটের জায়গা রয়েছে।এর আগে ৫ অক্টোবর সফটওয়্যার পার্কে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রায় ১২ হাজার লোকের কর্মসংস্থান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App