×

তথ্যপ্রযুক্তি

ফেইসবুকে আসছে কালেকশনস নামে নতুন ফিচার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ০৪:২৪ পিএম

ফেইসবুক পোস্ট সংরক্ষণের জন্য ‘কালেকশনস’ নামে নতুন ফিচার আনতে যাচ্ছে । ফিচারটি ব্যবহার করে সহজেই সংরক্ষণ করা পোস্ট পরবর্তীতে দেখা যাবে।ফিচারটি এখনো ব্যবহার জন্য উন্মোচন করা হয়নি। নতুন সুবিধাটি নিয়ে ফেইসবুক পরীক্ষামূলকভাবে কাজ করছে। ফিচারটি প্রথম নজরে আসে সোশ্যাল মিডিয়া কর্মী মারি স্মিথের। তারপর তিনি এর স্ক্রিনশট শেয়ার করেন।‘কালেকশনস’ নামে ফিচারটি ইতোমধ্যে ছবি শেয়ারিং প্লাটফর্ম ইন্সটাগ্রামে রয়েছে। ফেইসবুকে এটি যুক্ত হলে ব‍্যবহারকারীদেরকে পোস্টের উপরে থাকা ‘তিনটি ডট’ আইকনে ক্লিক করতে হবে।তারপর কোথায় পোস্টটি সংরক্ষণ হবে তা নির্বাচন করে দিতে হবে। এরপর সেইভ অপশনে গিয়ে কালেকশনস বিভাগে সংরক্ষিত পোস্টগুলো দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে পছন্দমতো নামে কালেকশনসের একাধিক বিভাগ খুলতে পারবেন।নতুন ফিচারটি কবে আসবে এ নিয়ে ফেইসবুক কর্তৃপক্ষ এখনো কোনো তথ্য জানায়নি। তবে দ্য নেক্সট ওয়েবে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতই ফিচারটি সব ব‍্যবহারকারীর জন্য উন্মোচন করা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App