×

তথ্যপ্রযুক্তি

ফোল্ডেবল আইফোন চান স্টিভ ওজনিয়াক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৩ পিএম

ফোল্ডেবল আইফোন চান স্টিভ ওজনিয়াক
স্পেনের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এখন পর্যন্ত স্যামসাং, হুয়াওয়ে ও অপ্পো ফোল্ডেবল ফোন আনার ঘোষণা দিয়েছে।নামীদামি মোবাইল কোম্পানিগুলো ফোল্ডেবল ফোন আনলেও অ্যাপল পিছিয়ে আছে। এ নিয়ে উদ্বেগে রয়েছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ফেইস আইডি, টাচ আইডি ও ফোনের মাধ্যমে সহজে আর্থিক লেনদেন করার প্রযুক্তি আনার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ছিলো অ্যাপল।তবে ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারিনি। এটা নিয়ে আমি চিন্তিত কারণ আমি সত্যিই একটি ফোল্ডেবল আইফোন চাই।তবে কয়েক দিন আগে অ্যাপলের ফোল্ডেবল ফোনের পেটেন্ট ফাঁস হয়েছে। পেটেন্টে তিন ধরণের স্কেচ ডিজাইন দেখা যায়। একটি স্কেচে ফোনটির ডিসপ্লে ভিতরের দিকে ভাঁজ করা অবস্থায় দেখা যায়। আরেকটি ছবিতে ডিসপ্লেটি বাইরের দিকে ভাঁজ করা ডিজাইনে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App