×

তথ্যপ্রযুক্তি

৬ ফোনে আপডেট বন্ধ করে দিচ্ছে শাওমি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১২:১২ পিএম

জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের ডিভাইসগুলোতে প্রতিনিয়ত আপডেট ছাড়ার জন্য বিখ্যাত। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু ডিভাইসের জন্য আপডেট বন্ধ করে দিচ্ছে শাওমি।প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, পুরাতন ৬টি ডিভাইসের জন্য সর্বশেষ আপডেট হবে এমআইইউআই ৯। তার মাঝে রয়েছে এমআই২ ও ২এস, এমআই৪আই, রেডমি নোট ফোরজি, রেডমি ২, রেডমি ২ প্রাইম ও মি নোট। গত ১৭ নভেম্বর থেকে এসকল ডিভাইসের জন্য পরবর্তী আপডেট স্থগিত করা হয়েছে।তবে অন্যান্য ডিভাইসের জন্য আপডেট পাঠানো অব্যাহত থাকবে। ডিসেম্বরের মাঝেই তাদের সকল ডিভাইসকে সর্বশেষ অপারেটিং সিস্টেম এমআইইউআই ৯ এ উন্নীত করা হবে।সকল ডিভাইসেই এমআইইউআই ৯ সফটওয়্যার দেওয়া হলেও, সবগুলোর অ্যান্ড্রয়েড সংস্করণ এক নয়। অনেক সময় পুরাতন অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন ইন্টারফেস জুড়ে আপডেট তৈরির জন্য শাওমির ওপর নাখোশ বেশ কিছু ব্যবহারকারী।সামনের দিনগুলোতে আরও কিছু ডিভাইস এভাবে আপডেট লিস্ট থেকে বাদ পরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App