×

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী দামে ফোন আনছে নকিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২২ পিএম

সাশ্রয়ী দামে ফোন আনছে নকিয়া
নকিয়া ব্র্যান্ডের মূল কোম্পানি এইচএমডি নতুন বছরে সাশ্রয়ী দামের ফোন আনতে যাচ্ছে।ফোনটির দেখা মিলেছে ফেডারাল কমিউনিকেশনস কমিশনের ওয়েবসাইটে। এর কোড নম্বর টিএ-১১২৪। এতে প্রসেসর হিসেবে দেওয়া থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। এটাই হবে কোয়ালকমের প্রথম ১২ ন্যানোমিটারের প্রসেসর। গতি হবে ২.০ গিগাহার্টজ।এর পেছনে থাকবে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা আর সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ধারণ করা যাবে ১০৮০ পিক্সেলে। এতে থাকবে ২ জিবি র‍্যাম। স্টোরেজ থাকবে ৩২ জিবি। ফোনটিতে থাকবে ৬ ইঞ্চির ডিসপ্লে। ব্যাকআপের জন্য থাকবে ৩৫০০ এমএএইচ ব্যাটারি। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড পাই। ইতোমধ্যে ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রোগ্রামের আওতায় অন্তত দুই বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের জন্য সিকিউরিটি প্যাচ সুবিধা পাওয়া যাবে।আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) ফোনটির ঘোষণা দিতে পারে এইচ এমডি গ্লোবাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App