×

তথ্যপ্রযুক্তি

ম্যাসেঞ্জারে আসছে ভয়েস কমান্ড সুবিধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮, ০৪:৫০ পিএম

ম্যাসেঞ্জারে আসছে ভয়েস কমান্ড সুবিধা
চাইলে না লিখে শুধু ভয়েস কমান্ড করেই পাঠানো যাবে ম্যাসেজ, করা যাবে কল; এমনকি রিমাইন্ডারও দেয়া যাবে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক তাদের ম্যাসেজিং প্লাটফর্ম ম্যাসেঞ্জারে নতুন এই সুবিধা যুক্ত করতে যাচ্ছে। ফিচারটিকে বলা হচ্ছে ‘ভয়েস কমান্ড’। যা ফেইসবুক এখন পরীক্ষা করে দেখছে।শুক্রবার সংবাদ মাধ্যম টেকক্র্যাঞ্চ জানায়, খুব শিগগিরি ফিচারটি পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা। নতুন এই ফিচারের সাহায্যে গ্রাহকরা ভয়েস কমান্ড করেই ম্যাসেজ পাঠানো, কল করা ও রিমাইন্ডার সেট করতে পারবেন। মাধ্যমটির এক মুখপাত্র বিষিয়টি নিশ্চিত করে বলেছেন, তারা অভ্যান্তরীণভাবে ফিচারটির পরীক্ষা চালিয়েছে।ওই মুখপাত্র জানান, তাদের কর্মীদের মধ্যে নতুন পদ্ধিতিটির পরীক্ষা চালিয়ে এক অন্য ধরনের অভিজ্ঞতা পেয়েছেন। এই মুহূর্তে তারা এর বেশি কিছু শেয়ার করতে চান না বলেও জানান।হাতের ওপর নির্ভরশীলতা কমাতে ভয়েস কমান্ড ম্যাসেঞ্জারকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ফেইসবুক ম্যাসেঞ্জার চাইছে নিজেদের এসএমএস, স্ন্যাপচ্যাট, অ্যান্ড্রয়েড বার্তা এবং অন্যান্য টেক্সটিং প্ল্যাটফর্ম থেকে আলাদা করতে।বর্তমানে ১৩০ কোটি সক্রিয় ব্যবহারকারী ম্যাসেঞ্জার ব্যবহার করেন। আর ম্যাসেঞ্জার স্টোরিজ ব্যবহার করেন ৩০ কোটি ব্যবহারকারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App