×

তথ্যপ্রযুক্তি

শাওমি আনছে তারহীন গেইমিং হেডফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০১:০৭ পিএম

শাওমি আনছে তারহীন গেইমিং হেডফোন
শুরুতে শাওমি ও ব্ল্যাকশার্ক মিলে গেইমিং ফোন তৈরি করার পর এবার শাওমি তৈরি করছে গেইমিং হেডফোন। ব্ল্যাকশার্ক নামের হেডফোনটি ওয়ানমোরের সঙ্গে যৌথভাবে তৈরি করা হবে। তারহীন হেডফোনটি তৈরি করা হবে সর্বশেষ ব্লুটুথ প্রযুক্তিতে। মাল্টিপ্লেয়ার গেইম খেলার সময় সাউন্ডের ল্যাগ বা আশপাশ থেকে আসা শব্দের নির্ভুল অবস্থান বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখেই গেইমিং হেডফোনটি তৈরি করা হচ্ছে। বিস্ফোরণ, গুলি, হাঁটা বা দৌঁড়ের শব্দ যাতে আরও স্পষ্টভাবে শোনা যায় সেজন্য বিশেষভাবে হেডফোনের স্পিকারগুলো তৈরি করা হবে বলে জানা গেছে। আরও ভালভাবে গেইমে নিমগ্ন হবার জন্য হেডসেটটিতে দেয়া হয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন। যার মাধ্যমে চারপাশে শব্দ কমিয়ে দেয়া হবে যাতে গেইমে মনোনিবেশ করা আরও সহজ হয়।শাওমির দাবি, হেডসেটটির চার্জ নিয়ে চিন্তা করতে হবে না। কেননা মাত্র ১০ মিনিট চার্জ করে টানা ৩ ঘণ্টা ব্যবহার করা যাবে এটি।এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ ইউয়ান। বাংলাদেশে যার মূল্য হতে পারে প্রায় ৬ হাজার ৫০০ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App