×

তথ্যপ্রযুক্তি

কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ০১:৩৬ পিএম

কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর
এ বছরের শেষেই আসছে কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫।এরই মধ্যে প্রসেসরগুলো ফ্যাক্টরিতে তৈরি শুরু হয়ে গেছে। সম্ভবত শুরুটা হয়েছে গত মাস থেকেই। ওয়ানপ্লাস আর সনি সম্ভবত প্রথম স্ন্যাপড্রাগন ৮৫৫ যুক্ত ফোন বাজারে আনবে। তাদের ওয়ানপ্লাস সিক্স টি এবং সনি এক্সপেরিয়া এক্সজেড৩ ফোনে প্রসসেরটি থাকতে পারে। সনির ফোনে প্রসেসরটি আছে, এমন তথ্য গিকবেঞ্চের সাইটে দেখা গেছে কিছুদিন আগে।শুধু পারফরমেন্সেই নয়, বর্তমান সকল প্রসেসরের সঙ্গে স্ন্যাপড্রাগন ৮৫৫-এর মূল পার্থক্য হবে ফাইভজি সুবিধা। কোয়ালকম এক্স৫০ সিরিজের মডেম এতে দেয়া হবে। যদিও বিশ্বের কোথাও এখনো ফাইভজি সেবা চালু হয়নি, কোয়ালকম তার আগে থেকেই ব্যবহারকারীদের রাখবে প্রস্তুত।প্রসেসরটি তৈরিতেও ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তি। সর্বশেষ ৭ ন্যানোমিটার প্রযুক্তির হওয়ায় প্রসেসরটি ৩ গিগাহার্জের ওপর গতি ছাড়াতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App