×

তথ্যপ্রযুক্তি

বিনামূ্ল্যে কোয়ান্টাম প্রোগ্রামিং শেখাবে মাইক্রোসফট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৮, ০১:২১ পিএম

বিনামূ্ল্যে কোয়ান্টাম প্রোগ্রামিং শেখাবে মাইক্রোসফট
বিনামূ্ল্যে কোয়ান্টাম কম্পিটার প্রোগ্রামিং শেখাবে মাইক্রোসফট। তাদের মাইক্রোসফট কোয়ান্টাম কাটাস স্যুট ব্যবহার করে কিউ শার্প প্রোগ্রামিং ভাষা শেখা যাবে। সেটি ব্যবহার করতে আর প্রোগ্রামিং শেখার ভিডিও ও লিখিত টিউটোরিয়াল ব্যবহারে লাগবে না কোনও টাকা। কোয়ান্টাম কাটাস স্যুট ডাউনলোড করে ইন্সটল করার পর দেখা যাবে, সেটির বেশিরভাগ জিনিসই কাজ করছে না। কোয়ান্টাম প্রোগ্রামিং শেখার প্রথম ধাপই হবে সেটির ফাইলগুলো কিউ শার্প ব্যবহার করে ঠিকঠাক করে নেয়া।কাটাস স্যুটে থাকবে বেশ কিছু ধাপ বা কাটা। প্রতিটি কাটাতে দেয়া হবে বেশ কিছু সমস্যা, যা সমাধান করতে হবে কিউ শার্প ব্যবহার করে। সেটি করার জন্য শিক্ষামূলক টিউটোরিয়াল মাইক্রোসফট থেকেই পাওয়া যাবে।কোয়ান্টাম কম্পিউটার ভবিষ্যতে বর্তমানের কম্পিউটারগুলোকে সরিয়ে নিজের স্থান করে নেবে। সেই ভবিষ্যতের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App