×

তথ্যপ্রযুক্তি

ক্র্যাশ করছে পিক্সেল ফোনের ক্যামেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ০২:০৩ পিএম

ক্র্যাশ করছে পিক্সেল ফোনের ক্যামেরা
পিক্সেল সিরিজের পিক্সেল ২ ও পিক্সেল এক্সএল ২ ফোনে বাগ দেখা দিয়েছে। ফোন দুটির ক্যামেরা অন করে ছবি তুলতে গেলেই ক্যামেরা অ্যাপটি ক্র্যাশ করছে। ব্যবহারকারীরা এই ত্রুটির কথা জানিয়েছেন টুইটারে। ত্রুটিটি সারানোর জন্য ব্যবহারকারীদেরকে ক্যামেরা অ্যাপের ক্যাশ পরিস্কার করার পরামর্শ দিয়েছিলো গুগল।কিন্তু এই সমাধানে কাজ না হওয়ায় গুগলের পক্ষ থেকে ফোন এরোপ্লেন মোডে রেখে ছবি তোলার পরামর্শ দেয়া হয়। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। কোনো অস্থায়ী সমাধানই কাজে না আসায় গুগল জানিয়েছে, এই ত্রুটি সারাতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।এর আগেও পিক্সেল ২ ও পিক্সেল এক্সএল ২ ফোনে স্ক্রিন বার্ন ইন, ফোন গরম হয়ে যাওয়া, দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাওয়া ও অডিও সমস্যা দেখা দেয়। গুগল নতুন আপডেট পাঠানোর পর থেকেই এসব সমস্যা দেখা দিতে শুরু করে।চলতি বছরের অক্টোবরে পিক্সেল সিরিজের নতুন ফোন পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএল বাজারে ছাড়বে গুগল। ধারণা করা হচ্ছে, বড় স্ক্রিনের ফোন পিক্সেল ৩এক্সএল প্রতিদ্বন্দ্বিতা করবে আইফোন ১০ এর সঙ্গে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App