×

তথ্যপ্রযুক্তি

সংস্করণ করা হল ইনস্টাগ্রাম লাইট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৮, ০৩:৩১ পিএম

সংস্করণ করা হল ইনস্টাগ্রাম লাইট
হালকা সংস্করণের অ্যাপ ইনস্টাগ্রাম লাইট পরীক্ষামূলকভাবে ছাড়া হয়েছে প্লে স্টোরে।চলতি সপ্তাহেই ইনস্টাগ্রামের মুখপাত্র, ম্যাক্সিকোতে অ্যাপটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর ঘোষণা দেয়।জানা গেছে, ইনস্টাগ্রামের মূল অ্যাপটির আকার ৩২ মেগাবাইট হলেও লাইট অ্যাপটির আকার হবে ৫৭৩ কেবি। তাই পুরানো ডিভাইসেও অ্যাপটি কোনো সমস্যা ছাড়াই চালানো যাবে। অ্যাপটি স্মার্টফোনে কম জায়গা দখল করার পাশাপাশি ডেটা খরচও কমাবে। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ বা তার পরবর্তী সবগুলো সংস্করণেই অ্যাপটি চালানো যাবে।অ্যাপটিতে ছবি, স্টোরিজ ও এক্সপ্লোর ট্যাব ব্যবহার করা যাবে। তবে কিছু গুরুত্বপূর্ণ ফিচার এতে বাদ পড়েছে। ধীর গতির ইন্টানেট ব্যবহারকারীদের কথা ভেবে অ্যাপটি তৈরি করায় এতে ভিডিও আপলোড করার কোনো অপশন রাখা হয়নি। স্টোরেজ স্পেস বাঁচানোর জন্য ডাইরেক্ট ম্যাসেজ ফিচারটিও রাখা হয়নি। আপাতত ফিচারগুলো বাদ গেলেও পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীতে কিছু পরিবর্তনও আনা হতে পারে।লাইট অ্যাপটি শুধু উন্নয়শীল দেশগুলোর ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App