×

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০১৮, ০৪:৫৭ পিএম

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর
নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর নিয়ে কাজ করছে হুয়াওয়ে। তাদের কিরিন ১০২০ প্রসেসর শুধু পারফরমেন্সেই এগিয়ে থাকবে না, ব্যবহার করতে পারবে ৫জি নেটওয়ার্ক। এমনটাই চলছে গুঞ্জন।হুয়াওয়ে আশা করছে, আগামী বছর থেকেই চীনে শুরু হবে ৫জি বিপ্লব। খুবই দ্রুত পুরো দেশে ছড়িয়ে পড়বে ৫জি নেটওয়ার্ক। তাই আগেভাগেই তারা ব্যবহারকারীদের হাতে সেই সেবা ব্যবহার করার মত হার্ডওয়্যার তুলে দিতে চাচ্ছে।তাদের আশা, কোয়ালকম বা মিডিয়াটেকের কাছে পুরো ৫জি হ্যান্ডসেটের বাজার না হারিয়ে বরং সিংহভাগ তারা দখল করবে।নতুন প্রসেসরটি এখনকার ফ্ল্যাগশিপ প্রসেসর কিরিন ৯৭০কে পেছনে ফেলবে, সন্দেহ নেই। নতুন তথ্য অনুযায়ী, এর পারফরমেন্স হবে ৯৭০ এর দ্বিগুন। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত নিউরাল প্রসেসিং ইউনিটে ক্ষমতাও করা হবে দ্বিগুন, থাকতে পারে দুটি বা তার বেশী এনপিউ কোর।আগামী বছরে হুয়াওয়ে মেট আর পি সিরিজের ফোনে দেখা মিলবে কিরিন ১০২০ প্রসেসরের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App