×

তথ্যপ্রযুক্তি

কুমিল্লায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৮, ০২:৩৫ পিএম

কুমিল্লায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
আইটি খাতে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে কুমিল্লায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফ সি এ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।দেশের সাতটি স্থানে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। সিলেটের কোম্পানীগঞ্জ, নাটোরের সিংড়া, কুমিল্লা সদর, নেত্রকোনা সদর, বরিশাল সদর ও মাগুরা সদরে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হবে।প্রতিটি স্থানে ৩৫ হাজার ৫০০ বর্গফুট আয়তন বিশিষ্ট ভবন ও সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে। এ প্রকল্পের আওতায় প্রায় ১৫ হাজার জনকে আইটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে আইটি খাতে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জন করতে হলে দক্ষ মানব-সম্পদ সৃষ্টির বিকল্প নেই। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য পুরণ আরো সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, প্রকল্প পারিচালক গৌরী শঙ্কর ভট্টাচার্য, উপ-প্রকল্প পরিচালক দিদারুল আলম ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App