×

তথ্যপ্রযুক্তি

অ্যাপলের ইভেন্ট দেখবেন যেভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ০২:২৫ পিএম

অ্যাপলের ইভেন্ট দেখবেন যেভাবে
সোমবার বাংলাদেশ সময় রাত ১১ টায় ক্যালিফোর্নিয়ার সান জোসে ম্যাকএনরি কনভেনশন সেন্টারে শুরু হবে অ্যাপলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স ‘ডব্লিউডব্লিউডিসি’। নানা প্রত্যাশা ও প্রাপ্তির এই সম্মেলনটি দেখার জন্য বিশ্বব্যাপী অ্যাপল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।এই অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে অ্যাপল। সম্মেলনটি লাইভ স্ট্রিমিং লিংকে গিয়ে সরাসরি দেখা যাবে। তবে এই প্রক্রিয়ায় রয়েছে কিছু বাধ্যবাধকতা। ম্যাক, আইফোন, আইপ্যাড ও আইপড ব্যবহারকারীরা সরাসরি বিল্ট ইন সাফারি ব্রাউজার ব্যবহার করে লাইভ স্ট্রিমিং দেখে নিতে পারবেন। ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে আইওএস ১০ অথবা ম্যাকওএস সিয়েরা থাকতে হবে। এছাড়া, উইন্ডোজ ১০ সংস্করণে মাইক্রোসফট এজ ও দ্বিতীয়/তৃতীয় প্রজন্মের অ্যাপল টিভিতে দেখা যাবে লাইভ ইভেন্টটি।শোনা যাচ্ছে, এবার ডেভেলপার কনফারেন্সে অ্যাপল বেশ কিছু পণ্য ও প্লাটফর্মে আপডেট আসবে। এর মধ্যে আইওএসের আপডেট, নতুন ম্যাকবুক প্রো, স্মার্টস্পিকার ও আইফোন এসই ২ উল্লেখযোগ্য।এই সম্মেলন ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত চলবে। এটি হবে অ্যাপলের আয়োজিত ২৯ তম বার্ষিক সম্মেলন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App