×

তথ্যপ্রযুক্তি

ভিসা কার্ড নেটওয়ার্ক বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০১৮, ০২:৩৭ পিএম

ভিসা কার্ড নেটওয়ার্ক বন্ধ
কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ভিসা কার্ড নেটওয়ার্ক। যুক্তরাজ্য ও ইউরোপের কিছু ব্যবহারকারীরা ভিসা কার্ড ব্যবহার করে কোনো লেনদেন করতে পারছিলেন না। এ ব্যাপারে ভিসার দাবী, সমস্যাটি কোনো সাইবার হামলার জন্য সৃষ্টি হয়নি, বরং তাদের সার্ভারের ত্রুটির কারণে ভিসা নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছিল।এর ফলে বেশ কয়েক ঘণ্টার জন্য দোকানপাট ও অন্যান্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান মাস্টারকার্ড ও ক্যাশে বেচাকেনা করতে বাধ্য হয়। এ সময় লম্বা লাইন দেখা যায় ক্রেতাদের।ভিসা কার্ডের মাধ্যমে লেনদেন করার সময় ভিসা সার্ভারের সঙ্গে ব্যবহারকারীর ব্যাংক এবং প্রতিষ্ঠানের ব্যাংকের নিরাপদ সংযোগ করতে হয়। সে কাজটি করার জন্যপ্রয়োজন হয় ভিসা সেবা প্রদানকারী সার্ভারের। সেটি বন্ধ হয়ে যাওয়াতেই এ বিপত্তি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App