×

তথ্যপ্রযুক্তি

ট্রেন্ডিং ফিচার সরিয়ে ফেলছে ফেইসবুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৮, ০৪:০৫ পিএম

ট্রেন্ডিং ফিচার সরিয়ে ফেলছে ফেইসবুক
নিউজ ফিডের পাশে থাকা ট্রেন্ডিং সেকশনটি বন্ধ করে দিচ্ছে ফেইসবুক। আগামী শুক্রবার থেকে ফিচারটি আর দেখা যাবে না ফেইসবুকের হোম পেইজে। আপাতত ফিচারটি শুধু বিশ্বের পাঁচটি দেশের জন্যই উন্মুক্ত রয়েছে।
এক ব্লগ পোস্টে ফেইসবুকের হেড অব নিউজ প্রোডাক্টস জানান, অনেকদিন ধরেই ব্যবহারকারীরা ফিচারটিকে কম গুরুত্বপূর্ণ মনে করছিলেন। এমন তথ্য আমাদের রিসার্চে উঠে এসেছে। গত চার বছরে ফিচারটি কখনওই তেমন জনপ্রিয়তা পায়নি। গড়ে এতে ১ দশমিক ৫ শতাংশ ক্লিক পড়তো। বেছে বেছে ভালো নিউজ কনটেন্টগুলো ফেইসবুক ব্যবহারকারীদের সামনে তুলে ধরতে ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে ফিচারটি উন্মুক্ত করা হয়। এরপর ২০১৬ সালে ফেইসবুকের এক সাবেক কর্মী জানান, তার সহকর্মীরা কনসারভেটিভ পার্টির প্রতি পক্ষপাতিত্ব করেন। কনসারভেটিভ পার্টির বিরুদ্ধে প্রকাশিত অনেক খবরই ট্রেন্ডিংয়ে দেখানো হতো না। এতে ফেইসবুক ওই কর্মীদেরকে চাকরিচ্যুত করে অ্যালগোরিদম সিস্টেমের মাধ্যমে খবর বাছাই শুরু করে। কিন্তু সিস্টেমটি আসল ও ভুয়া খবরের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়। তাই ভুয়া নিউজের সংখ্যা কমাতে পুরো ট্রেন্ডিং সেকশনটিই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেইসবুক।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App