×

তথ্যপ্রযুক্তি

ই-ক্যাবের ‘ইকমা’ পুরস্কার পেল ফসল ডটকম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

ই-ক্যাবের ‘ইকমা’ পুরস্কার পেল ফসল ডটকম

বাণিজ্য মন্ত্রী থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ফসল ডটকমের সিইও সাকিব হোসাইন

ই-ক্যাবের ‘ইকমা’ পুরস্কার পেল ফসল ডটকম
দেশের ই-কমার্স খাতে অবদান রাখায় ২৭টি ক্যাটাগরিতে ৩৪টি প্রতিষ্ঠানকে ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইকমা) পুরস্কার দিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। বেস্ট এগ্রিটেক প্লাটফর্ম হিসেবে এই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটি পেয়েছে দেশের এগ্রিটেক কোম্পানি ফসল ডটকম লিমিটেড। দেশের তৃণমূল পর্যায়ের কৃষকের সাথে রিটেলারের সরাসরি সংযোগ করেছে ফসল। এর ফলে কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছে এবং খুচরা সবজি বিক্রেতারাও তাজা সবজি কম দামে হাতে পাচ্ছে , এতে করে সাধারণ গ্রাহকরাও কম মূল্যে সবজি কিনতে পারছে। প্রায় ১০ হাজার কৃষক এবং ৫ হাজার রিটেলার রয়েছে কোম্পানিটির। ইতোমধ্যে কোম্পানিটি ভ্যাঞ্চার ক্যাপিটাল থেকে বিদেশি বিনিয়োগও পেয়েছে। দেশের বিভিন্ন এক্সপোর্টারের চাহিদা মতো সবজি রপ্তানির জন্য ব্যাক এন্ড এ টোটাল সলিউশন করে দিচ্ছে কোম্পানিটি। এর ফলে কোম্পানিটির কৃষকের উৎপাদিত সবজি ও ফল যাচ্ছে লন্ডন, ইতালি, দুবাই সহ বিভিন্ন দেশে। এছাড়াও দেশের বড় বড় ই-কমার্স কোম্পানি গুলোতে সবজি ও দেশীয় ফল জাতীয় পণ্য তাদের চাহিদামত প্যাকেজিং করে প্রতিদিন সরবরাহ করে আসছে ফসল ডটকম লিমিটেড। উক্ত ‘ইকমা’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন অতিথি। [caption id="attachment_475338" align="alignnone" width="700"]বাণিজ্য মন্ত্রী থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ফসল ডটকমের সিইও সাকিব হোসাইন বাণিজ্য মন্ত্রী থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন ফসল ডটকমের সিইও সাকিব হোসাইন[/caption] বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর কাছ থেকে ফসলের ফাউন্ডার অ্যান্ড সিইও সাকিব হোসাইন এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘খুবই অল্প সময়ে ই-ক্যাব বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। ই-কমার্সের মাধ্যমে আমাদের দেশের নারীরা নিজেদের স্বাবলম্বী করছেন। ই-কমার্সের প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।’ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ সফলভাবে বাস্তবায়নের অন্যতম কারিগর ই-ক্যাব। যখন পেঁয়াজের দাম ২০০ টাকা উঠে গেল, তখন আমরা টিসিবির পেঁয়াজ ই-ক্যাবের মাধ্যমে অনলাইনে বিক্রি করেছি। কোরবানির পশুও অনলাইনে বিক্রি করেছি। তবে এই পথে আমাদের আরও অনেক দূর যেতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App