×

তথ্যপ্রযুক্তি

লেনোভোর পুরো স্ক্রিনের ফোন আসছে জুনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০১৮, ০২:৫৪ পিএম

লেনোভোর পুরো স্ক্রিনের ফোন আসছে জুনে
চীনের বেইজিংয়ে পুরো স্ক্রিনের ফোন লেনোভো জেড ৫ উন্মোচন করা হবে আগামী ৫ জুন। বিশ্বের প্রথম ফুল ডিসপ্লের ফোনটির স্ক্রিনের সঙ্গে বডির অনুপাত থাকবে ৯৫ শতাংশেরও বেশি। লেনোভোর সিইও জানিয়েছেন, ফোনটির জন্য আলাদাভাবে ১৮টি প্রযুক্তি পেটেন্ট করা হয়েছে। এতে থাকবে এআই যুক্ত রিয়ার ডুয়েল ক্যামেরা সেটআপ। দ্রুত গতি নিশ্চিত করতে থাকবে কোয়ালকমের ৮৪৫ প্রসেসর। এতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও আছে। ফোনটি স্ট্যান্ডবাই মোডে টানা ৪৫ দিন সচল থাকবে। শূন্য শতাংশ চার্জ থাকলেও টানা আধা ঘণ্টা ফোনে কথা বলে যাবে। এছাড়াও, ফাইল সংরক্ষণের জন্য থাকছে ৪ টেরাবাইট স্টোরেজ। যাতে একসঙ্গে দুই হাজার এইচডি সিনেমা, দেড় লাখ গান ও ১০ লাখ ছবি রাখা যাবে। মেটালের তৈরি এ ফোনের পেছনে থাকবে গ্লাস প্যানেল। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্ক উইবোতে বেজেলহীন ও নচহীন জেড৫ এর একটি স্কেচ প্রকাশ করেন লেনোভোর ভাইস প্রেসিডেন্ট। এরপর থেকেই ফোনটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়তে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App