×

তথ্যপ্রযুক্তি

ভুয়া নিউজ ঠেকাতে পাপুয়া নিউগিনিতে ফেইসবুক বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০১৮, ০২:৪৪ পিএম

ভুয়া নিউজ ঠেকাতে পাপুয়া নিউগিনিতে ফেইসবুক বন্ধ
ভুয়া নিউজের দৌরাত্ম ঠেকাতে ফেইসবুক বন্ধ করার পরিকল্পনা করেছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনি।পাপুয়া নিউগিনি সরকার ফেইসবুক এক মাসের মতো বন্ধ করার পরিকল্পনা করেছে। সরকার দেখতে চায়, ফেইসবুক ব্যবহারকারীদের আচারণ এতে কেমন হয়, একই সঙ্গে ভুয়া খবর রোধ করতে কী ব্যবস্থা নেওয়া যায়। পোস্ট কুরিয়ারের সোমবার প্রকাশ এক রিপোর্ট অনুযায়ী, দেশটির যোগাযোগ মন্ত্রী স্যাম বাসিল বিভাগটিকে ফেইসবুক বন্ধ করার কথা বলেছে। অন্যদিকে দেশটির জাতীয় গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে বের করবে কীভাবে সামাজিক নেটওয়াকিং সাইটগুলো ব্যবহারকারীদের দ্বারা ব্যবহার হচ্ছে।এই সময়ে ভুয়া অ্যাকাউন্ট খুলে যারা বিভিন্ন সময় ভুয়া নিউজ ছড়িয়েছে, কিংবা পর্নোগ্রাফির মতো ছবি, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে সেসব অ্যাকাউন্ট চিহ্নিত করতেও কাজ করবে দেশটির সরকার। এর মাধ্যমে ফেইসবুক কিছুটা হল্টেো ফিল্টার করা হবে বলে বাসিলকে উদ্ধৃত করা হয়েছে।কেমব্রিজ অ্যানালিটিকার ফেইবুকের তথ্য ফাঁসের পর অনেকেই সচেতন হয়েছে। দেশটিও এমন সচেতন করতে চায় ব্যবহারকারীদের, তাই নতুন করে তারা জানার চেষ্টা করছে বলেও জানান হয়। যোগাযোগ মন্ত্রী বাসিল বলেন, দেশে ফেইসবুকের অপব্যবহার কোনভাবেই সহ্য করা হবে না। এমনকি একে আর বাড়তেও দেয়া হবে না। আমি এখন সাইবার ক্রাইম আইন নিয়ে পুলিশের সঙ্গে নিবিড়ভাবে কাজও করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App