×

তথ্যপ্রযুক্তি

স্মার্ট-ডেলিভারি লকার সিস্টেম ডিজিবক্সের প্রথম বর্ষপূর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ পিএম

স্মার্ট-ডেলিভারি লকার সিস্টেম ডিজিবক্সের প্রথম বর্ষপূর্তি
বাংলাদেশের নিজস্ব মেধা ও প্রযুক্তিতে তৈরি প্রথম ও একমাত্র আইওটি-ভিত্তিক স্মার্ট লকার সিস্টেম ডিজিবক্স ১১ অক্টোবর তার প্রথম বর্ষপূর্তি উদযাপন করল। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় এই উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ডিজিবক্স লিমিটেড-এর প্রধান কর্মকর্তা ও চেয়ারম্যান জনাব মোরশেদুল আলম চাকলাদার, আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম-এর কমার্শিয়াল স্ট্র্যাটেজি বিভাগের প্রধান জনাব রেজওয়ানুল হক জামি এবং দারাজ ডট কমের চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব খন্দকার তাশফীন আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন। বিগত ২০২২ সালের ১১ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক আনুষ্ঠানিকভাবে ডিজিবক্সের উদ্বোধন করেন। প্রথম বছরেই ডিজিবক্স লিমিটেড দেশের ই-কমার্স অঙ্গনের সবচেয়ে বড় নাম দারাজ লি: এর সহযোগিতায় রাজধানী ঢাকা শহর সহ দেশের সকল বিভাগীয় শহরের এখন পর্যন্ত৩৫টিগুরুত্বপূর্ন লোকেশনে তার পদচিহ্ন রেখেছে এবং এরই মধ্যে নিরবচ্ছিনভাবে প্রায় ২০০,০০০ সফল ডেলিভারি নিশ্চিত করেছে। ডিজিবক্স লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল আলম চাকলাদার তার স্বাগত বক্তব্যে বলেন, ডিজিবক্স একটি স্মার্ট প্রযুক্তির স্বয়ংক্রিয় লকার ব্যবস্থা, যার কার্যক্রম ইন্টারনেটের সাহায্যে চালিত ও পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত। এতে ব্যবহৃত যাবতীয় হার্ডওয়্যার ও সফটওয়্যার ১০০% বাংলাদেশে তৈরি এবং ব্যবসার পরিধি ও প্রয়োজন মত এটি সহজেই কাস্টমাইজড করা যায়। এখন থেকে প্রতিবছর এই দিনটিকে ডিজিবক্স দিবস হিসেবে পালন করার ঘোষণা দেন তিনি এবং প্রথম বছরেই গ্রাহকদের অভূতপূর্ব সাড়ার পরিপ্রেক্ষিতে আগামী বছর সারা দেশে এর সেবার ব্যপ্তি আরো সম্প্রসারণের প্রত্যাশাও ব্যক্ত করেন। দারাজ ডট কমের পক্ষে তাশফীন আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গ্লোবাল ই-কমার্স কিংবদন্তী প্রতিষ্ঠান আলিবাবা’র অধীনে পরিচালিত সকল ই-কমার্স কার্যক্রমের মধ্যে ২০২৩ সালে একমাত্র বাংলাদেশেই ডিজিবক্স-এর মত স্মার্ট প্রযুক্তির ডেলিভারি লকারের ব্যবহার শুরু হয়েছে, যা বাংলাদেশে এই পরিবারের অন্তর্ভুক্ত দারাজ লি: এবং সর্বোপরি, বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের জন্যে নিঃসন্দেহে অনেক বড় সম্মানের ব্যাপার। তিনি সামনের দিনগুলিতেও ডিজিবক্সের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।এটুআই-এর জনাব রেজওয়ানুল হক তার বক্তব্যে নাগরিক জীবনকে আরো উপভোগ্য ও মানসম্মত করে তুলতে বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন-বান্ধব মনোভাবের কথা উল্লেখ করেন। আইসিটি বিভাগ পরিচালিত এসপায়ার টু ইনোভেইট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহায়তায় উদ্ভাবিত ডিজিবক্স প্রসঙ্গে তিনি বলেন, “২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে স্মার্ট শহর, স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক এবং সামগ্রিকভাবে স্মার্ট অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ডিজিবক্সের মত নতুন উদ্ভাবনের সম্ভাবনা ও গুরুত্ব অনেক অতি সম্প্রতি রাজধানীতে ডিএমটিসিএল-অন্তর্ভুক্ত এমআরটি লাইন-৬ এর অধীনে কার্যক্রম শুরু হওয়া সব কটি মেট্রোরেল স্টেশনে যাত্রা শুরু করেছে ডিজিবক্স। এর ফলে, মেট্রোরেলের নিয়মিত যাত্রীবৃন্দ তাদের যাতায়াতের নির্ধারিত সময়ের মধ্যেই নিজ নিজ অনলাইন-পণ্যের ডেলিভারির ক্ষেত্রে ডিজিবক্সের যাবতীয় সুবিধা পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে ডিজিবক্স লি:-এর হেড অফ অপারশন্স শেখ মাসুদুর রহমান ছাড়াও এটুআই-একশপের অপারেশন্স বিভাগের প্রধান তৌফিক আহমেদ, দারাজ-এর চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস রুশো এবং ট্রান্সপোর্ট বিভাগের প্রধান নূর ইবনে সাঈদসহ ডিজিবক্স, একশপ এবং দারাজ ডটকমের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App