×

তথ্যপ্রযুক্তি

টানা সপ্তমবারের মতো ওকলা অ্যাওয়ার্ড পেল বাংলালিংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৬:২১ পিএম

টানা সপ্তমবারের মতো ওকলা অ্যাওয়ার্ড পেল বাংলালিংক
বাংলালিংক দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ৪ বছরে টানা ৭ বার ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। ২৮.৭৭ স্পিড স্কোর নিয়ে ২০২৩ সালের ১ম ও ২য় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট রিপোর্টে ১ম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে প্রতিদিন সংগৃহীত কয়েক মিলিয়ন ফলাফলের ভিত্তিতে রিপোর্ট প্রকাশ করে ওকলা। বিশ্বব্যাপী নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় এবং বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে সমাদৃত। দেশব্যাপী ১৪ হাজারেরও বেশি সাইট ও গ্রাহক প্রতি সর্বোচ্চ পরিমাণ স্পেকট্রাম নিয়ে ২০২৩ সালের প্রথমার্ধে বাংলালিংক নেটওয়ার্কের গতিতে এর শীর্ষ অবস্থান অব্যাহত রেখেছে। এই অর্জনের পাশাপাশি নেটওয়ার্কের সার্বিক মান উন্নততর করে উদ্ভাবনী ডিজিটাল সেবাও দিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। এর ফলস্বরূপ বাংলালিংক এই বছর ৪ কোটি গ্রাহকের মাইলফলকও অর্জন করেছে। ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস বলেন, বাংলালিংক ধারাবাহিকভাবে নেটওয়ার্কের গুণগত মানকে প্রাধান্য দিয়ে আসছে, যা টানা ৪ বছর ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়। তিনি বলেন, বাংলালিংকের উন্নত নেটওয়ার্ক ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার পাশাপাশি গ্রাহকদেরকে বিভিন্ন ডিজিটাল সেবা স্বাচ্ছ্যন্দের সাথে ব্যবহারের সুযোগ দিয়েছে। দ্রুততম ফোর-জি নেটওয়ার্ককে কাজে লাগিয়ে উন্নত মানের টেলিকম সেবা ও মাইবিএল সুপার অ্যাপ ও টফি-এর মতো ওয়ান-স্টপ সল্যুশন প্রদান করাই আমাদের লক্ষ্য। জিফ ডেভিসের একটি বিভাগ ওকলার প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন বাই বলেন, ওকলা-এর স্পিডটেস্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম বিশ্বের সেরা ফিক্সড ও মোবাইল সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি দিয়ে থাকে। এর মাধ্যমে গ্রাহকরা নির্ভরযোগ্য ও নির্ভুল তথ্য পেয়ে থাকেন, যা তাদেরকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলির সম্পর্কে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তিনি আরও বলেন, বাংলালিংককে টানা চার বছর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। মর্যাদাপূর্ণ এই পুরস্কার বাংলাদেশে অব্যাহতভাবে দ্রুততম মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করার লক্ষ্যে বাংলালিংক-এর প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন। ওকলা রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App