×

তথ্যপ্রযুক্তি

মহাখালীতে নকল আইফোন কারখানার সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০১৮, ০৪:২৬ পিএম

মহাখালীতে নকল আইফোন কারখানার সন্ধান
রাজধানীর গুলশান-উত্তরা- মহাখালী-বসুন্ধরা সিটিতে অভিযান চালিয়ে নকল আইফোন কারখানার সন্ধানসহ নকল ও নিম্নমানের মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মহাখালী ডিওএইচএসের একটি বাসায় নকল আইফোন তৈরির কারাখানারও সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দুপুর থেকে মহাখালী ডিওএইচএসে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৩৫৬ নম্বর বাসায় ‘টি জে ইলেকট্রনিক লিমিটেড’ নামের নকল ফোন তৈরির প্রতিষ্ঠানটির সন্ধায় পায়। পরে সেখান থেকে ৩৬টি আইফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ যন্ত্রাংশও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দারা বলছেন, এভাবে নকল আইফোন তৈরির মাধ্যমে একদিকে গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, আবার অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে।এর আগে সকালেই শুল্ক গোয়েন্দারা অভিযান চালায় পান্থপাথের বসুন্ধরা সিটিতে। সেখানে অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে নকল ফোন জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।নকল ফোন জব্দের প্রতিবাদে বসুন্ধরা সিটির মোবাইল ফোন দোকানের মালিকরা শপিং মলটির সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App