×

তথ্যপ্রযুক্তি

নতুন রূপে আসছে ফেসবুক ম্যাসেঞ্জার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ০২:১১ পিএম

নতুন রূপে আসছে ফেসবুক ম্যাসেঞ্জার
বেশ কিছুদিন থেকেই ম্যাসেঞ্জারে একের পর এক নতুন ফিচার যুক্ত করে চলেছে ফেসবুক। অপ্রয়োজনীয় ফিচার সরিয়ে নতুন করে সহজ ইন্টারফেইস সহ ম্যাসেঞ্জার আসছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।আপাতত নতুন ম্যাসেঞ্জার পরীক্ষামূলক অবস্থায় আছে। দ্রুতই সবার জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানান তিনি। ম্যাসেঞ্জারে এখন কাউকে খুঁজে চ্যাট শুরু করা বাড়তি ঝামেলা । স্টোরি, সার্চ, অ্যাকটিভ আর ফেভারিট কনট্যাক্টসের এক ঝামেলা তৈরি হয়েছে। গেইম, অপশনস ও অন্যান্য ট্যাবের কারণে নিচে ন্যাভিগেশন বারও হয়ে গেছে বিরক্তিকর।এবার এ সবকিছু সরানো হবে বলে জানিয়েছেন ম্যাসেঞ্জার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভিড মার্কাস। ম্যাসেঞ্জার লাইট বা অন্যান্য ম্যাসেঞ্জারের কাছে বাজার হারিয়ে তারা বুঝতে পেরেছেন ব্যবহারকারীরা চ্যাট করাই প্রয়োজন মনে করেন,গেইম খেলা নয়। নতুন ইন্টারফেইসে নেভিগেশন বারে থাকবে শুধু তিনটি অপশন, চ্যাট, গ্রুপ ও অপশনস। ওপরের ডান কোনায় নিউ ম্যাসেজ, ভিডিও কল ও স্টোরি তিনটি বাটন থাকবে। পুরো ইন্টারফেইস চাইলে ডার্কমোড করারও সুবিধা দেয়া হচ্ছে।প্রথমে নতুন ম্যাসেঞ্জার আইওএস এর জন্য ছাড়া হবে,অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App