×

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে গ্রুপ ভয়েস কলিং সেবা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ০৪:২৯ পিএম

জনপ্রিয় মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে চালু করা হয়েছে বিনামূল্যে গ্রুপ ভয়েস কলিং সেবা। অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের জন্য নতুন এই ফিচারটি নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা গ্রুপ ভয়েস কলিং ফিচারটি ব্যবহার করতে পারবেন। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই গোপনে এই ফিচারটি পরীক্ষা করছিল হোয়াটসঅ্যাপ। অবশেষে ফিচারটিকে ঘোষণা করেই দেয়া হল। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে ইতোমধ্যেই এই ফিচারটি রয়েছে। এর আগে ব্যবহারকারীদের জন্য অভিনব একটি ফিচার নিয়ে এসেছিল হোয়াটসঅ্যাপ। যার মাধ্যমে আপনি ফোন নম্বর বদলালেই আপনার কনট্যাক্টসের কাছে নোটিফিকেশন চলে যাবে। আলাদা করে আর পরিচিত কিংবা প্রিয়জনদের নতুন হোয়াটস অ্যাপ নম্বর জানানোর প্রয়োজন হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App