×

তথ্যপ্রযুক্তি

বেসিস নির্বাচনঃ সৈয়দ আলমাস কবীর নতুন সভাপতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৮, ০৭:১২ পিএম

বেসিস নির্বাচনঃ সৈয়দ আলমাস কবীর নতুন সভাপতি
সোমবার ২ এপ্রিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনের ফলাফল ঘোষীত হয়। ফলাফল অনুযায়ী সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন মেট্রোনেট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর।একই সাথে অন্যান্য সকল পদ বন্টন করা হয় নির্বাচিত অন্যান সদস্যদের ভেতরেও। দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব নিয়েছে। এ কমিটির মেয়াদকাল দুই বছর (২০১৮-২০)। বেসিস কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান। সহসভাপতি (প্রশাসন) নির্বাচিত হলেন বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ ও সহসভাপতি (অর্থ) নির্বাচিত হলেন স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান। এছাড়া পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন জানালা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, শুটিং স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা রফিকুল ইসলাম ও আজকের ডিল ডটকম লিমিটেডের সিইও একেএম ফাহিম মাসরুর। বিভিন্ন ঘটনার টানাপোড়েনের পর গত ৩১ মার্চ বেসিস কার্যনির্বাহী পরিচালনা পর্ষদের ২০১৮-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ ক্যাটাগরিতে মোট ভোট পড়ে ৩৯৭টি। এছাড়া অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোট পড়ে ১৪৫টি। নির্বাচনে নারী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার নেতৃত্বে ‘প্যানেল উইন্ড অব চেইঞ্জ’, মোস্তাফা রফিকুল ইসলাম ডিউকের নেতৃত্বে প্যানেল ‘টিম বিজয়’ এবং বর্তমান সভাপতি আলমাস কবীরের নেতৃত্বে ‘টিম হরাইজন’ প্রতিদ্বন্দ্বিতা করে যেখানে টিম হরাইজন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়। সাধারণ ক্যাটাগরিতে টিম হরাইজনের আট সদস্যের মধ্যে ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন ছয়জন। এছাড়া সাধারণ ক্যাটাগরিতে অন্য দুই বিজয়ী হলেন ফ্লোরা লিমিটেডের মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক এবং দোহাটেক নিউ মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লুনা শামসুদ্দোহা। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে জয় পেয়েছেন আজকেরডিল ডটকম লিমিটেডের সিইও ফাহিম মাসরুর। টিম হরাইজন থেকে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের সিইও এবং প্যানেলটির দলনেতা সৈয়দ আলমাস কবীর ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও সিইও ফারহানা এ রহমান পেয়েছেন ১৭৮ ভোট, বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ ১৮১ ভোট, জানালা বাংলাদেশ লিমিটেডের এমডি তানজিদ সিদ্দিক স্পন্দন ১৮০ ভোট, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান ১৮৩ ভোট এবং শুটিং স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম সানি ১৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা লুনা শামসুদ্দোহা পেয়েছেন ১৭৪ এবং ফ্লোরা টেলিকম লিমিটেডের মহাব্যবস্থাপক মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App