×

তথ্যপ্রযুক্তি

ফেইসবুক থেকে কন্টাক্টস নেয়া ঠেকাবেন যেভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৮, ০৩:৩৪ পিএম

ফেইসবুক যে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ ও বিক্রি করে সে বিষয়টি এখন আর কারও অজানা নয়। আপনার ফোনে সংরক্ষিত থাকা কনট্যাক্টস নম্বরগুলোও নিজের অজান্তেই নিয়ম মেনে ফেইসবুকের সার্ভারে আপলোড করে দিচ্ছেন। তবে চাইলে মোবাইল থেকে ফেইসবুকের কন্টাক্টস নেওয়ার অপশন বন্ধ করে রাখতে পারেন। কিভাবে কাজটি করতে হবে তা এই টিউটোরিয়ালে দেখানো হল। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরকে প্রথমে ফেইসবুক অ্যাপের ডান পাশে থাকা মেনু বাটনে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি পেইজ চালু হবে। পেইজে ক্রল করে ‘app settings’ অপশনে যেতে হবে। তারপর ‘continuous contacts upload’  অপশনটিতে ক্লিক করে তা আনচেক করে দিতে হবে। তাহলে ফোনের কন্টাক্টস ফেইসবুকের সার্ভারে সংরক্ষণ হবে না। আইওএস ব্যবহারকারীরা আওএস অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস আইফোন বা আইপ্যাডের ফেইসবুক অ্যাপের মেনু বাটনে ক্লিক করতে হবে। তারপর ‘settings’ অপশন থেকে জেনারেল ট্যাব বাছাই করতে হবে। সেখানে থেকে ‘upload contacts’ অপশনটি বন্ধ করে দিতে হবে। যদি আপনার আগেই ফেইসবুক ‘কন্টাক্টস’ আপলোড করে থাকে তাহলে তা ডিলিট করে দিতে হবে। কাজটি করতে ফেইসবুকে লগইন করে এই লিংকে ক্লিক করতে হবে। তাহলে প্রদর্শিত হবে কোন কোন ‘কন্টাক্টস’ নম্বর ফেইসবুকে আপলোড করা হয়েছে। পেইজটি ক্রল করে নিচের দিকে গিয়ে ‘Remove all contacts’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর একটি পপআপ প্রদর্শিত হবে। সেখানে ‘remove’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফেইসবুক জানিয়ে দেবে সব কন্টাক্টস ডিলিট  করার অনুরোধটি গ্রহণ করা হয়েছে। কিছু সময় পরে তারা কন্টাক্টস ডিলিট করে দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App