×

তথ্যপ্রযুক্তি

গ্যালাক্সি নোট ৮ পাচ্ছে ওরিও আপডেট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৮, ০২:১২ পিএম

গ্যালাক্সি নোট ৮ পাচ্ছে ওরিও আপডেট
সময়ের আগেই ওরিও আপডেট পেতে শুরু করেছেন গ্যালাক্সি নোট ৮ ব্যবহারকারীরা। সম্প্রতি ফ্রান্সের এক ব্যবহারকারীর কাছে আপডেটটি পৌঁছে গেছে বলে শোনা যাচ্ছে। কথা ছিল আগামী ৩০ মার্চ থেকে আপডেটটি ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হবে। নতুন আপডেটে যুক্ত করা হয়েছে স্যামসাং এক্সপেরিয়েন্স ৯। এই ইন্টারফেইস ও নতুন অ্যাপগুলো গ্যালাক্সি এস৯ মডেলে প্রথম দেখা যায়।এর মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ফোনের অনেক ফিচার তাদের নোট ৮-এ পেয়ে যাবেন। নতুন ফিচারের মধ্যে আছে আরও শক্তিশালী বিক্সবি অ্যাসিস্ট্যান্ট, আরও নির্ভুলভাবে কিবোর্ড অ্যাপ, নতুন সেটিংস অ্যাপ, আরও কার্যকর সার্চ বার, ক্যামেরা অ্যাপে বেশ কিছু নতুন ফিচার এবং আরও দ্রুততার সঙ্গে কাজ করার জন্য সিস্টেম অপ্টিমাইজেশন। গ্যালাক্সি নোট ৮ ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন ওরিও আপডেটের জন্য। অন্যান্য নির্মাতাদের চেয়ে স্যামসাং দেরীতে আপডেট দিয়ে থাকে, এটা বহুদিনের বিষয়। সেটি কাটাতেই হয়ত কোনও স্যামসাং কর্মকর্তা উল্টো সময়ের আগে আপডেট ছেড়ে দিয়েছেন, এমনটাই ব্যঙ্গ করে বলেছেন বেশ কিছু টুইটার ব্যবহারকারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App