×

সংবাদ

হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীদের হামলার শিকার সাংবাদিক ইমদাদ (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম

হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীদের হামলার শিকার সাংবাদিক ইমদাদ (ভিডিও)

বাঁ থেকে হামলাকারী মোশাররেফ হোসেন পারভেজ, মো. সেলিম মাহমুদ ও শর্মীলি খাতুন। ছবি: ভোরের কাগজ

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন সিনিয়র সাংবাদিক এস এম ইমদাদুল হক। তিনি অনলাইন নিউজ পোর্টাল ডিজিবাংলার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত এ ঘটনা ঘটে। ইতিমধ্যে হামলার ঘটনায়-আইসিটি সংশ্লিষ্টরা সহ আইসিটি সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ইমদাদুল হক।

জানা যায়, হামলাকারীরা মূলত কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারীরা। আর একজন ছিলেন হিসাবরক্ষক।

এদিকে অভিযোগে ইমদাদ জানান, দুপুরের দিকে আইসিটি টাওয়ারে গিয়ে তিনি দেখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারীরা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। তাদের স্লোগান শুনে দেখতে যান ইমদাদ। এরপর আন্দোলনকারীরা চলে যেতে বললে ইমদাদ চলে যাচ্ছিলেন। এসময় ইমদাদকে পেছন থেকে জাপটে ধরে এলোপাথাড়ি কিলঘুষি দেন হিসাবরক্ষক মোশাররেফ হোসেন পারভেজ ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী মো. সেলিম মাহমুদ।

পরিস্থিতি ভয়াবহ দেখে এমডির কক্ষের দিকে যান ইমদাদ। এসময় হাইটেক পার্কের অন্যান্য কর্মকর্তারা ছুটে এসে দ্বিতীয় দফায় আবারও ইমদাদের ওপর আক্রমণ করে। এ সময় পাশে থেকে আন্দোলনের নেত্রী শর্মীলি খাতুন অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হামলা করতে আরো উৎসাহ দেন।

ইমদাদ বলেন, ‘কোনোমতে আমি প্রাণ নিয়ে প্রথমে জনসংযোগ কর্মকর্তার রুমে আশ্রয় নিয়েছি এবং পরে তাদের পাহারায় এমডির রুমে যাই। ঘটনাদৃষ্টে তাদের আচরণ কর্মচারীর চেয়ে সন্ত্রাসী বলেই মনে হয়েছে। পরবর্তীতে আমার সহকর্মীরা আমাকে রক্ষায় এমডির রুমে এসে আলাপ করে দোষীদের শাস্তি দাবি করেন।’

হাইটেক পার্ক কর্তৃপক্ষ বরাবর ইমদাদের চিঠি

সুবিধাভোগীরাই হামলার নেতৃত্ব দিয়েছেন 

খোঁজ নিয়ে জানা গেছে, হামলায় নেতৃত্ব দিয়েছে তারা সবচেয়ে বেশি সুবিধাভোগী। মোশাররেফ হোসেন পারভেজের স্ত্রী নাসরিন খাতুন হাইটেক পার্কে স্বামীর তদবীরে স্টোর কিপার হিসেবে জয়েন করে। তার বিরুদ্ধে অনেকবার অভিযোগ এসেছে। পরে সে নিজেই চাকরি ছেড়ে চলে যায়। সম্প্রতি সে কোটা আন্দোলনের বিপক্ষে অনেক স্ট্যাটাস দিয়েছে।

সেলিম মাহমুদ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক এমডি হোসনে আরার মাধ্যমে তদবীর করে তার স্ত্রীকে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে চাকরি বাগিয়ে নিয়েছেন।

শর্মীলি খাতুনের স্বামী শফিকুল ইসলাম খান আইসিটি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। তিনি মোস্তাফা জব্বারের আমলে তার ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। তার স্বামীর মাধ্যমেই হোসনে আরার কাছে তদবীর করে তার চাকরি হয়। সেসময় সে তার স্বামীকে মোস্তাফা জব্বারের ছেলে আর নিজেকে তার পুত্রবধু হিসেবে দাবী করতেন এবং ক্ষমতা প্রদর্শন করতেন। এছাড়া সেলিমের স্ত্রী সিসিএতে চাকরি করে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের প্রতিবাদ

এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ হাইটেক পার্কের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত থাকার সময় ডিজে বাংলা নির্বাহী সম্পাদক এমদাদুল হকের ওপর অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারীরা যে হামলা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।

হাইটেক পার্কে সাংবাদিকের ওপর হামলার সিসিটিভি ফুটেজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

মণিপুরে গোপন অস্ত্রাগারের সন্ধান

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App