মাধবপুরে ট্রেন চলাচল বন্ধ
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) থেকে
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:৫২ পিএম
ছবি: সংগৃহীত
দেশে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর থেকে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ আগস্ট) সারাদিনও কোন ট্রেন চলাচল করেনি।
তবে শুক্রবার রাতে ট্রেন চলাচলের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পাড়ে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রী। অনেকে ট্রেনের আগাম টিকেট কেটে রাখলেও ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলওয়ে স্টেশন গুলো ফাঁকা রয়েছে, ক্রেতা শূণ্য স্টেশনের দোকান গুলো।
মনতলা রেল স্টেশনের ব্যবসায়ী রাজীব মিয়া জানান, ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে যাত্রী নেই, তাই ব্যবসা বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। মনতলা রেল স্টেশনের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান খাদেম, বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ (শুক্রবার) রাতে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
আরো পড়ুন: তিস্তায় পানি স্বাভাবিক: আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর