×

খেলা

ঘরের মাঠে সিরিজ জয়ে আশাবাদী তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২১, ১০:১৮ পিএম

ঘরের মাঠে সিরিজ জয়ে আশাবাদী তামিম

কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আলাপে ব্যস্ত তামিম ইকবাল

বাঘ-সিংহের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ২৩ মে থেকে। প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এক ঝাক তারুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের সংমিশ্রণে গড়া দল নিয়ে লঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে আশাবাদী তামিম ইকবাল। বিশেষ করে সাকিব-মোস্তাফিজ দলে ফেরায় তিন ম্যাচ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট প্রাপ্তিতে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক। ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় তার ব্যাটিং স্টাইল ঘিরে। কথিত আছে, টেস্টে ওয়ানডে মেজাজে আবার ওয়ানডেতে টেস্ট মেজাজে ব্যাটিং করেন তিনি। তার প্রমাণও মিলেছে বাংলাদেশের সর্বশেষ কয়েকটি ম্যাচে। শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজে তার ব্যাট হাসলেও ওয়ানডে স্টাইলে খেলেন তিনি, তিন বার পৌঁছেছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তেও। তার এই ব্যাটিং স্টাইলের কারণে ক্রিকেটপ্রেমীদের অনেকেই তার ওপর হতাশ ও একই সঙ্গে ক্ষুব্ধ। অনেকে এটি নিয়ে অনবরত কথাও বলছেন। কিন্তু তামিম বলেছেন, তার ব্যাটিং স্টাইল নিয়ে যেন কেউ সমালোচনা না করেন। বরং সবাই নির্ভার থাকতে পারেন। কেননা বিগত বছরগুলোতে তিনি যেভাবে খেলেছেন সামনেও সেভাবে খেলে যাবেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

অভিষেকের পর থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৩৫টি ম্যাচ খেলে তাতে ২৯.৮৫ গড় ও ৭৮ স্ট্রাইক রেটে ৩৯৭১ রান করেছেন তামিম। ২০১৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলে ৩৪৮১ রান করেছেন ৫০ ছাড়ানো গড় ও ৮০ স্ট্রাইক রেটে। ওয়ানডে ক্যারিয়ারের ১৩টি সেঞ্চুরির ৯টিই এসেছে গত ৫ বছরে। ২৩ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সিরিজ। শেষ হবে ২৮ মে। তার আগে শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আসলে আমি অনেক কথা বলেছি। এটা থামছে না, প্রশ্ন আসছেই। আমি গত ৪-৫ বছরে যে অ্যাপ্রোচে খেলেছি সামনেও সেভাবেই খেলতে থাকব। কারণ আমি এতেই সফল। আর এটা নিয়ে ভবিষ্যতেও আমার কিছু বলার নেই। আমি সবাইকে অনুরোধ করব এ বিষয়টা নিয়ে আর প্রশ্ন না করার।’ তামিমের কথার কিছুটা প্রমাণ পাওয়া যায় সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। ওই সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংসে ৯০ ও ৭৪ রান করেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৯২ ও ২৪ রান।

ব্যাটিং-বোলিং বাংলাদেশকে যতটা না ভোগায় তার চেয়ে বেশি ভোগায় ফিল্ডিং। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজসহ নিউজিল্যান্ডেও দৃষ্টিকটু ফিল্ডিং করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। তামিম ইকবালও সেই ফিল্ডিং নিয়ে চিন্তিত। এ নিয়ে ক্রিকইনফোকে তিনি বলেন, ‘এটাই সম্ভবত এমন একটা জায়গা, যা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত। গত পাঁচ মাসের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে ব্যাটিং ও বোলিংয়ের চেয়ে ফিল্ডিংটাই বেশি আমাদের ম্যাচ হারিয়েছে। ঘরের মাঠে দুটি টেস্ট কিংবা নিউজিল্যান্ডে দ্বিতীয় ওয়ানডেতে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ফিল্ডিংয়ে। প্রত্যেকে দেখে আমরা মাঠে কী করছি কিন্তু অনুশীলনে কী করছি সেটা দেখতে পায় না। এই জায়গায় ভালো করতে আমরা অনেক কঠোর পরিশ্রম করছি।’

সাম্প্রতিককালে বাংলাদেশের কিপিং নিয়ে কিছু বিতর্ক রয়েছে। বিগত কয়েকটি ম্যাচে মুশফিকুর রহিম যারপরনাই হতাশ করেছেন সমর্থকদের। তবুও কিপিংয়ের ক্ষেত্রে মুশফিকেই নির্ভার থাকছেন তামিম ইকবাল। শ্রীলঙ্কা সিরিজে মুশফিকই কিপারের দায়িত্বে থাকবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। এ সম্পর্কে গতকাল তামিম বলেছেন, ‘ওর কিপিং নিয়ে আমি খুবই খুশি। ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো তো খেলার অংশ। সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা কারো কাছে এক মুহূর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে কিপিং করবে, শুধু প্রথম ওয়ানডে নয় পুরো সিরিজেই। সে কিছু দুর্দান্ত কাজও করেছে। ১৩-১৪ বছরের ক্যারিয়ারে একজন কিপার ক্যাচ ফেলতে পারে, আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। আমার মুশফিকের ওপর পূর্ণ আস্থা আছে, সে কিপিং করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App