×

খেলা

রোনালদোর নেতৃত্বে ইউরোতে শক্তিশালী পর্তুগাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২১, ০৬:১৩ পিএম

রোনালদোর নেতৃত্বে ইউরোতে শক্তিশালী পর্তুগাল

পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো

বর্তমান সময়ের কয়েকজন সেরা ফুটবলারের অবতারণা করলে অবধারিতভাবে সেখানে চলে আসবে জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। এ মৌসুমে তুরিনের বুড়িদের হয়ে সব মিলিয়ে ৩৬ গোল করেছেন তিনি, ২৯ গোল নিয়ে লিগেও রোনালদো সর্বোচ্চ গোলতাদা। ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন রুবেন দিয়াজ, ফলস্বরূপ গত বৃহস্পতিবারই জিতেছেন ইংলিশ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। দিয়োগো জোতা, ব্রুনো ফার্নান্দেজ, আন্দ্রে সিলভা ও জোয়াও ফেলিক্সরা কতটা ফর্মে আছেন তা ফুটবলপ্রেমী মাত্রই জানার কথা। তারকা জ্বলজ্বল এই ফুটবলারদের নিয়ে শুক্রবার (২১ মে) ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। পর্তুগালের এই দলটি ভয় জাগানিয়া হতে পারে আসন্ন ইউরো কাপে। প্রতিপক্ষ দলগুলো তো তাদের সমীহ করবেই!

২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল রোনালদোর পর্তুগাল। এবার সেই শিরোপা ধরে রাখার মিশনে শক্ত দল বাছাই করলেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। পর্তুগিজ দলটি কতটা শক্তিশালী তা আরো কিছু পরিসংখ্যানে প্রমাণিত হবে। এই দলের আন্দ্রে সিলভা এবার বুন্দেসলিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এইনট্রাঙ্ক ফ্রাঙ্কফুর্টের হয়ে লিগে করেছেন ২৭ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ভেঙেছেন এক মৌসুমে ইংল্যান্ডে সর্বোচ্চ গোলের রেকর্ড। তার নামের পাশে এখন ২৮ গোল।

সান্তোসের বাছাই করা রক্ষণেও আছে অনুপ্রাণিত কয়েকজন। রুবেন দিয়াজের কথা বাদ দিয়ে বললেও হোয়াও ক্যানসেলো উল্লেখযোগ্য নাম। লেফট ব্যাক হিসেবে জায়গা পেয়েছেন রাফায়েল গুয়েরেইরো। পেপের কথা তো বলতেই হয় না। গোলপোস্টের নিচে থাকবেন রুই প্যাট্রিসিও, রুই সিলভা ও অ্যান্তোনি লোপেসরা। সবাই নিজেদের পজিশনে সর্বোচ্চ দক্ষ। এখন মাঠে সেটা প্রমাণ করার পালা। এবারের ইউরো কাপে তারা আছে ‘এফ’ গ্রুপে। ফ্রান্সের পাশাপাশি রোনালদোদের অন্য দুই প্রতিপক্ষ জার্মানি ও হাঙ্গেরি। ১১ জুন থেকে শুরু হবে ইউরোর প্রতিযোগিতা। টুর্নামেন্টের পর্দা নামবে ঠিক এক মাস পর। পর্তুগালের প্রথম ম্যাচ ১৫ জুন হাঙ্গেরির বিপক্ষে। ১৯ জুন দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির।

পর্তুগাল দল : অ্যান্তোনি লোপেস, রুই প্যাট্রিসিও, রুই সিলভা, হোয়াও ক্যানসেলো, নেলসন সেমেদো, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াজ, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেইরো, দানিলো পেরেইরা, হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মুতিনিয়ো, রেনাতো সানচেস, সার্জিও অলিভেইরা, উইলিয়ামস কারভালহো, পেদ্রো গনকালভেস, আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, দিয়োগা জোতা, গনসালো গুয়েদেস, জোয়াও ফেলিক্স ও রাফা সিলভা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App