×

খেলা

সকালে মান বাঁচাতে মাঠে নামছে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১০:১৮ পিএম

সকালে মান বাঁচাতে মাঠে নামছে টাইগাররা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার সকালে মাঠে নামবে টাইগাররা।

সকালে মান বাঁচাতে মাঠে নামছে টাইগাররা

টাইগারদের চলছে অনুশীলন

নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেটে লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশকে ১৩১ রানে আটকে দিয়ে দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে নোঙর করে টম লাথামের দল। সেই ম্যাচ ভুলে মঙ্গলবার সকালে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। যা সরাসরি দেখাবে টি স্পোর্টস। ম্যাচটি বাংলাদেশের জন্য সমতায় ফেরা ও সিরিজ জিইয়ে রাখার মিশন। হারলে সিরিজ নিশ্চিত হবে কিউইদের। নিউজিল্যান্ডে ভাগ্য সহায় থাকে না টাইগারদের! তাই তো ক্রিকেটের ইতিহাসের এত বছরেও ব্লাকক্যাপসদের মাঠে জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনেক আশা নিয়ে খেলতে নামলেও লজ্জাজনক হারের ফলে জয়ের সেই প্রতীক্ষা আরো দীর্ঘায়িত হলো রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। মঙ্গলবার কি বাংলাদেশ সেই চিরাচরিত ধারা বদলাতে পারবে? উত্তর দেওয়াটা কঠিনই বটে। নিউজিল্যান্ডের মাঠে বাঘা বাঘা দলগুলোও যে নাকাল হয়ে থাকে। তামিম বাহিনী হয়তো সেসব মনে রাখবেন না। এই মুহূর্তে জয়টা খুব দরকার বাংলাদেশের! সকালে নিউজিল্যান্ডকে হারাতে পারলে ১-১ ব্যবধানে সমতায় ফিরবে তামিম বাহিনী। সে ক্ষেত্রে সিরিজও বেঁচে থাকবে। [caption id="attachment_273179" align="alignnone" width="830"] টাইগারদের চলছে অনুশীলন[/caption] টাইগারদের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি রস টেইলর ও লকি ফার্গুসন। কিউই ক্রিকেট বোর্ড প্রথম ম্যাচের আগে বলেছিল, টেইলর দ্বিতীয় ম্যাচে দলে ফিরতে পারে। কিন্তু ফের ইনজুরি দীর্ঘায়িত হলো অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। সোমবার নিজেদের ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেইজে এই তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড। অবশ্য একটি সুখবরও আছে নিউজিল্যান্ড দলে। চোটের কারণে আগের ম্যাচে খেলতে না পারা লকি ফার্গুসন দলে ফিরেছেন। দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে সোমবার নিউজিল্যান্ড দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পাওয়ার পরও তামিম ইকবালদের হালকাভাবে নিচ্ছেন না নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। তার মতে, যে কোনো সময় দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারে তামিম ইকবালের দল। তবুও জয়ের আশা করছেন তিনি। দ্বিতীয় ম্যাচকে নামনে রেখে গতকাল সংবাদ মাধ্যমে স্টিড বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা দারুণ খেলেছি। শুরুটা ভালো করা সব সময়ই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের বোলিং পারফরম্যান্স যেমন ছিল। পরে ব্যাট হাতেও আমরা একটা বার্তা দিতে পেরেছি। আমরা আশা করব ধারাবাহিকতা ধরে রাখতে। একইভাবে প্রস্তুত থাকব, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে।’ নিউজিল্যান্ডে গিয়ে খেলা যে কোনো দলের জন্যই বেশ কঠিন। সেখানের বাতাস ও বাড়তি বাউন্সি কন্ডিশনে মানিয়ে নিতে বেশ সময় লেগে যায় সফরকারী দলগুলোর। তবে ক্রমেই যে অন্য দলগুলোর পারফরম্যান্স ভালো হয়, সেটিও মাথায় রেখেছেন কিউই হেড কোচ। তাই নিজেদের উন্নতির দিকেও নজর রয়েছে তার। স্টিডের ভাষ্য, ‘আমার মতে, যেসব আন্তর্জাতিক দলই এখানে এসেছে খেলতে, সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি করেছে। আমরা অবশ্যই ইতিবাচক সবকিছু নিয়ে আলোচনা করব। পাশাপাশি এটাও দেখব কোন কোন জায়গায় আমাদের উন্নতি প্রয়োজন।’ এ ম্যাচকে সামনে রেখে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল প্রত্যেকেই একটি করে মাইলফলকের দ্বারপ্রান্তে। নিউজিল্যান্ড ও বাংলাদেশের দুদলের মুখোমুখি দেখায় টাইগারদের পক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২ ম্যাচে ৬৩৯ রান করেছেন তিনি। এদিক দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ও মাহমুদউল্লাহর রান যথাক্রমে ৬০৪ ও ৫৮৪। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৩ রান করেছেন মুশফিক। তাতে সর্বোচ্চ রানের হিসাবে সাকিবের আরেকটু কাছে এলেন মুশফিক। সাকিবকে টপকে যেতে তার দরকার আর মাত্র ৩৫ রান। এই সিরিজে সাকিব না থাকায় মুশফিকুর রহিম হয়তো আজকের ম্যাচেই সেটি করে ফেলতে পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজের আগে ৫৫৭ রান ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। প্রথম ম্যাচে তার ব্যাট থেকেই এসেছে দলীয় সর্বোচ্চ ইনিংসটি। ৫৪ বলে ২৭ রান করে ম্যাট হেনরির শিকার হন তিনি। তাতে কিউইদের বিপক্ষে মাহমুদউল্লার ওয়ানডে রান হলো ৫৮৪। আজকের ম্যাচে ভালো ইনিংস খেলতে পারলে তিনিও সাকিব আল হাসানকে ছুঁতে পারেন। এর পরেই তামিম ইকবালের অবস্থান। তার নামের পাশে রয়েছে ৫৭৭ রান। একদিক দিয়ে মুশফিকুর রহিম অবশ্য সবার ওপরেই অবস্থান করছেন। শুধু বাংলাদেশি হিসেবে না, দুদলের মধ্যে মুখোমুখি দেখায় তার ম্যাচ সংখ্যাই সবচেয়ে বেশি। কিউইদের বিপক্ষে মোট ২৭টি ওয়ানডে খেলেছেন তিনি। মঙ্গলবারের ম্যাচে মাঠে নামলে কিউইদের বিপক্ষে ২৮ ওয়ানডে ম্যাচ খেলা হবে তার। মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও রস টেইর তিনজনই ২৪টি করে ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিবের ওয়ানডে ম্যাচ সংখ্যা ২২।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App