×

খেলা

সুমন ঝলকে কুপোকাত আয়ারল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১০:৪১ পিএম

সুমন ঝলকে কুপোকাত আয়ারল্যান্ড

বল হাতে আলো ছড়ানোর সুমন খানকে সতীর্থদের অভিনন্দন

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে জিতল বাংলাদেশ ইমার্জিং দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার চতুর্থ ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে সাইফ হাসানের নেতৃত্বাধীন দল। আইরিশদের ১৮২ রানের জবাবে ৫১ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছে টাইগার যুবারা। বল হাতে সুমন খানের আলো ছড়ানোর পর ব্যাট হাতে ঝলক দেখান তৌহিদ হৃদয় ও মাহমুদুল হাসান জয়। হৃদয় ৮৮ ও জয় ৮০ রান করেন। সুমন খান নেন ৪ উইকেট। এর আগে দুদলের প্রথম ম্যাচটি করোনার কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে জয়ের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশ জিতে ৬ উইকেটে। দুদলের পঞ্চম ও সর্বশেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ মার্চ। এরপর দুুটি টি-টোয়েন্টি ম্যাচেও মুখোমুখি হবে তারা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার আয়ারল্যান্ডের ১৮২ রানের জবাব দিতে নামেন তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জয়। তানজিদ মাত্র ২ রানে প্যাভিলিয়নে ফিরে যান। ওয়ানডাউনে খেলতে নামা ইয়াসির আলিও স্কোরবোর্ডে ২ রান তুলে বিদায় নেন। এরপর দুটি বড় ইনিংস আসে মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। ৯৭ বলে ৮৮ রান করেন তৌহিদ। তার ইনিংসে ছিল ৯টি চারের মার। জয় ১৩৫ বলে ৮ চারে করেন ৮০ রান। ফলে ২ উইকেট হারিয়ে ৫১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে দুটি উইকেটই নেন পিটার চেজ। এর আগে আয়ারল্যান্ডকে ১৮২ রানে গুটিয়ে দিতে অবদান রাখেন সুমন খান। ১৬ রান করা জেরেমি লোলরকে ফিরিয়ে দিয়ে তার উইকেট নেয়া শুরু। এর আগে মুকিদুল ইসলাম স্টিফেন দোহিনিকে সাজঘরে পাঠান। সুমন শিকার করেন হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার ও পিটার চেজের উইকেটও। আয়ারল্যান্ডের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি আসে মার্ক আডায়ারের ব্যাট থেকে। ৪৯ বলে ৪০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়ের মার। ৩৫ রান করেন রুহান প্রিটোরিয়াস। তাকে শিকারে পরিণত করেন অধিনায়ক সাইফ। ২৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গ্রাহাম হোম। বাকিদের মধ্য লর্কান টাকার ২৪, স্টিফেন দোহিনি ১১, গ্যারেথ দেলানি ও চেজ ৬ করে এবং কার্টিস ক্যাম্পার ৫ রান করেন। বাংলাদেশের হয়ে সুমন খান ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন। মুকিদুল ইসলাম, সাইফ হাসান ও রাকিবুল হাসানরা প্রত্যেকেই দুটি করে উইকেট পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App