×

খেলা

সবার উপরে অ্যাতলেটিকো মাদ্রিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ১১:০৬ এএম

সবার উপরে অ্যাতলেটিকো মাদ্রিদ

সতীর্থদের সঙ্গে গোল করে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন জোয়াও ফেলিক্স

স্প্যানিশ লা লিগায় এই মুহূর্তে পয়েন্ট টেবিল শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ । বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবং বার্সাকে টেক্কা দিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে পয়েন্ট টেবিলের শীর্ষে স্থানে রয়েছে লুইস সুয়ারেজরা।

রোববার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর এই জয়ে লিগে ফের পয়েন্টের ব্যবধানটা বাড়াল তারা। ২৪ ম্যাচ শেষে এখন তাদের পয়েন্ট ৫৮। অপরদিকে দ্বিতীয়স্থানে থাকা বার্সা ২৫ ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। ফলে অ্যাতলেটিকো এখন এগিয়ে আছে ৫ পয়েন্টের ব্যবধানে।

ম্যাচটিতে আলফানসো পেদ্রোওয়াজার আত্মঘাতী গোলে ২৫ এগিয়ে যায় অ্যাতলেটিকো। যদিও প্রথমে অফসাইডের কারন দেখিয়ে গোলটি বাতিল করে দেন রেফারি। কিন্ত ভিএআরে পরীক্ষা করে শেষ পর্যন্ত গোলের বাঁশি বাজান তিনি। এরপর ৬৯ মিনিটে বদলি খেলোয়ার জোয়াও ফেলিক্স গোল করেন। লা লিগায় এ মৌসুমে লিওনেল মেসি ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। অ্যাতলেটিকো মাদ্রিদের লুইস সুয়ারেজ ১৬ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App