রোনালদোর ইতিহাস গড়ার দিনে পর্তুগালের দারুণ জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
সবশেষ ইউরোতে নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে প্রথমবার গোলখরা কাটান সি'আরসেভেন। তবে উয়েফা নেশনস লিগে দুর্দান্ত আবির্ভাব হলো তার। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নিজেকে চেনালেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। পেশাদার ক্যারিয়ারের ৯০০তম গোল করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন ৩৯ বছর বয়সী এ তারকা। তার ইতিহাস গড়ার দিনে ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভসূচনা করলো পর্তুগিজরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে লিসবনে ‘এ’ লিগে ক্রোয়াটদের ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। পর্তুগিজদের হয়ে রোনালদো ও দিয়োগো দালোত গোল করেছেন। অন্যদিকে দালোতের আত্মঘাতীতেই গোল হজম করে স্বাগতিকরা।
এদিন ম্যাচের সপ্তম মিনিটেই পর্তুগিজদের এগিয়ে দেন দালোত। ফার্নান্দেসের থ্রুয়ে বক্সে বলের নিয়ন্ত্রণে নেন দালোত। এরপর কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফুল-ব্যাক।
গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে মদ্রিচ-কোভাচিচরা। তবে পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তার নৈপুণ্যে হতাশায় পুড়ে ক্রোয়াট শিবির।
ম্যাচের ৩০তম মিনিটে ক্রামারিচের বুলেট গতির শট রুখে দেন কস্তা। তবে চার মিনিট ব্যবধানেই দ্বিতীয় গোল হজম করে বসে ক্রোয়েশিয়া। নুনো মেন্দেসের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে ঠিকানা খুঁজে নেন রোনালদো। এরপরই মাইলফলকে নাম লেখান সিআর সেভেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি তার ৯০০তম গোল।
তবে নিজের আনন্দের মাঝেই বিষাদ টেনে আনেন দালোত। প্রতিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে নিজেই বল জালে জড়ান তিনি।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আরও জমে উঠে। তবে কোন দলই আর গোলের দেখা পায়নি। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগিজরা।
এদিকে আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ড। পোলিশদের হয়ে গোলের দেখা পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি। রবিবার (৮ সেপ্টেম্বর) পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে পর্তুগাল। পোল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।