ইউরো চ্যাম্পিয়নদের রুখে দিলো সার্বিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ইউরোর সবশেষ শিরোপাজয়ী স্পেনের জয়রথ থামালো সার্বিয়া। উয়েফা নেশনস লিগে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে লা ফুয়েন্তের দল।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে রেড স্টার বেলগ্রেড স্টেডিয়ামে খেলতে নেমেছিল স্পেন। টানা ৯ জয়ের পর এদিন প্রথমবার পয়েন্ট হারালো স্প্যানিশরা।
বল দখল, আক্রমণ-সব মিলিয়ে পুরো মাঠের নিয়ন্ত্রণ নিয়েও প্রত্যাশিত গোলের দেখা পাননি লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি অলমোরা।
প্রথমার্ধে মাত্র দুটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল স্পেন। তবে ভাগ্য সহায় হওয়ায় গোলশুন্য সমতায় নিয়েই বিরতিতে যায় স্প্যানিশরা।
বিরতি থেকে ফেরার পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ইউরো চ্যাম্পিয়নরা। কয়েকটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। কিন্তু কোনটিই কাজে লাগাতে পারেননি তার সতীর্থরা।
এদিকে আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে ডেনমার্ক। ম্যাচের ৮২তম মিনিটে প্রথম ও ইনজুরি টাইমে গোল করে জয় তুলে নেয় ড্যানিশরা।
এই জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষে ড্যানিশরা। অন্যদিকে ঘরের মাঠে ড্রয়ের পর টেবিলের দুইয়ে সার্বিয়া। আর তালিকার তিনে স্প্যানিশরা।