মোরসালিনের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম
ছবি: সংগৃহীত
সবশেষ ২০১৬ সালে ভুটানের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এই হারের পরই ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর কেটে গেছে ৮ বছর। দীর্ঘদিন পর ভুটানের বিপক্ষে নেমে পুরোনো হারের প্রতিশোধ নিয়েছে জামাল ভূঁইয়ারা। মোরসালিনের একমাত্র গোলে দুই ম্যাচ প্রীতি সিরিজের প্রথমটিতে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ।
রাকিব হোসেনের অ্যাসিস্টে ভুটানের জালে বল জড়ান মোরসালিন। অবশ্য নেপালের গোলরক্ষকের ভুলেই গোল পেয়েছে বাংলাদেশ।
তালগোল পাকিয়ে রাকিবের ক্রস গ্লাভসে জমাতে পারেননি ধেনদুপ তিসেরাং। সেখান থেকে ডি-বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান শেখ মোরসালিন।
গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিইয়া হয়ে উঠে স্বাগতিকরা। ম্যাচের ১৮তম মিনিটে ভালো সুযোগও পেয়েছিল। তবে গোলরক্ষক মিতুল মার্মার দক্ষতায় রক্ষা পায় লাল-সবুজেরা।
এরপরও বেশকটি আক্রমণ সাজিয়েছিল স্বাগতিক দল। অন্যদিকে ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে বিরতির আগপর্যন্ত আর কোনো গোল হয়নি । শেষমেষ লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে উঠে ভুটান। বেশকিছু আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্তও রাখে তারা। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দলটি।
অন্যদিকে ম্যাচের শেষদিকে সহজ সুযোগ মিস করে সফরকারী দল। প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হন জনি। শেষমেশ আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।