মোরসালিনের গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৮ বছর পর ভুটানের মাটিতে খেলতে নেমেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর সেই অর্থে দলটিকে চেপে ধরতে না পারলেও প্রথমার্ধে এগিয়ে থেকে স্বস্তি নিয়ে বিরতিতে গিয়েছে হাভিয়ের কাবরেরার দল।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই লিড পায় বাংলাদেশ।
রাকিব হোসেনের অ্যাসিস্টে ভুটানের জালে বল জড়ান মোরসালিন। অবশ্য নেপালের গোলরক্ষকের ভুলেই গোল পেয়েছে বাংলাদেশ।
তালগোল পাকিয়ে রাকিবের ক্রস গ্লাভসে জমাতে পারেননি ধেনদুপ তিসেরাং। সেখান থেকে হাত ফসকে বেরিয়ে যাওয়া বল মোরাসালিনের গায়ে লেগে পোস্টে ঢুকে যায়।
এরপর ম্যাচের ১৮তম মিনিটে সাদউদ্দিনকে পেছনে ফেলে নিয়ন্ত্রণে নেন নিমা ওয়াংদি। তবে কাজ লাগাতে পারেননি তিনি। পোস্ট ছেড়ে বেরিয়ে বল ক্লিয়ার করেন মিতুল মারমা।
এরপর বিরতির আগপর্যন্ত তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল । শেষমেষ লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।