ক্রিকেটারদের রাজনীতি নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া
ক্রীড়াঙ্গনে ক্যারিয়ার শেষে অনেক ক্রীড়াবিদই রাজনীতিতে নাম লেখান। বাংলাদেশেও এই সংখ্যা কম নয়। তবে ক্যারিয়ারের ইতি টানার আগেই রাজনীতিতে নাম লিখিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারা। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অন্য সংসদ সদস্যদের মতো মাশরাফী-সাকিবও পদ হারান ।
এদিকে ক্যারিয়ারের মাঝপথে ক্রীড়াবিদদের রাজনীতিতে আসা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক মতামত রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মনে করেন, ক্রিকেটারদের অবশ্যই অবসরের পর রাজনীতিতে আসা উচিত। ক্রিকেটের সঙ্গে রাজনীতির চাপ একসঙ্গে সামলানো সহজ কাজ নয়।
ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আসিফ বলেন, ‘আমার মনে হয় না, তাদের করা উচিত (একইসঙ্গে খেলা ও রাজনীতি)। অবসরের পর কেউ খেলায় যোগ দিতে পারে, তবে খেলার সময়কালে কখনোই এমনটা করা (রাজনীতি) উচিত নয়। এসব পেশাদারিত্বের অভাবের কারণে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়। আমি এটা নিয়ে আগেও বলেছি।’
আসিফের দাবি, ক্রিকেটারদের এমন কোনো বিজ্ঞাপন বা ব্যবসা করাও উচিত নয়, যা মানুষের নৈতিকতার বিপক্ষে যায়।
আসিফ মাহমুদ যোগ করেন, ‘শুধু রাজনীতিই নয়, কিছু বিজ্ঞাপন আছে, যা আইন এবং মানুষের বিপক্ষে যায়। তারা ব্যবসা করতে পারে। তবে এটা নিয়ে একটা নীতিমালা থাকতে হবে যে তারা কী করতে পারে বা পারে না। ভারতের কয়েকজন ক্রিকেটারের নামে বেটিং ব্যবসার (অ্যন্ডোর্সমেন্ট) অভিযোগ আছে, বাংলাদেশিদের নামেও আছে। তাই আমি মনে করি, এটা নিয়ে একটা নীতিমালা থাকা উচিত। বিসিবি এটা ঠিক করতে পারবে।’