মেসিকে দেখে নয়, যে কারণে ট্রফি নিয়ে ঘুমিয়েছেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
নাজমুল হোসেন শান্ত
কাতার বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা জিতে সেটি নিয়েই ঘুমিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এরপর ফুটবল কিংবা ক্রিকেট, অন্য খেলাতেও ট্রফি জয়ের পর তা নিয়ে ঘুমিয়েছেন খেলোয়াড়রা। সাম্প্রতিক সময়ে বিষয়টি ট্রেন্ডে পরিণত হয়েছে। যেটি টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তকেও ছুঁয়ে গেছে।
দ্য গ্রিন ম্যানদের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম সেরা সাফল্যও এটি। তাইতো ট্রফিটি নিয়ে ঘুমিয়েছিলেন শান্ত।
এরপর বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রফি নিয়ে ঘুমানোর ছবি পোস্ট করেন শান্ত। ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল।’ এরপর আলোচনা-সমালোচনায় রূপ নেয় বিষয়টি।
এদিকে এদিন রাতেই দেশে ফিরেছে বাংলাদেশ। দেশে ফিরে ট্রফি নিয়ে ঘুমানোর গল্প শোনালেন টপ-অর্ডার এই ব্যাটার।
শান্ত বলেন, সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহুর্তটাকে ভালোভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওলেন মেসিকে দিয়ে শুরু হয়েছিল।
টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টিম-টাইগার্স। সফরের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা। দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।