দেশে ফিরে যা বললেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
নাজমুল হোসেন শান্ত
টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। সফরের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় টাইগাররা। দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।
এমন জয়ের পর আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন ক্রিকেটাররা। বিশেষ এই জয়ে একটু ভিন্নভাবে উদযাপনও করেন সবাই। এমনটাই দাবি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তার মতে, পুরো সফরটাই উপভোগের ছিল।
সিরিজ জয়ের পর দেশে ফিরে শান্ত বলেন, এইরকম অর্জনের পর স্বাভাবিক ভাবেই সেলিব্রেশনটা একটু অন্যরকম থাকে। জেতার পর ড্রেসিংরুমে সবাই সেলিব্রেট করেছে। হোটেলে যাওয়ার পরও সেলিব্রেশন থামেনি। পুরো জার্নিটাই আসলে আনন্দের ছিলো। পাকিস্তানে পুরো সময়টা আমরা অনেক উপভোগ করেছি।
তিনি যোগ করেন, সিরিজ জয়টা অনেক স্পেশাল ছিল আমার কাছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, বাংলাদেশের সব থেকে বড় অর্জন। মুহুর্তটাকে ভালো ভাবে উপভোগ করার জন্য মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই। এটাই আর কি, কাউকে দেখে না … লিওয়েন মেসিকে দিয়ে শুরু হয়েছিল।