ভারত সফর নিয়ে যা বললেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম
নাজমুল হোসেন শান্ত
পাকিস্তানে স্মরণীয় এক সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এবার খুব বেশি বিশ্রামের সময় পাচ্ছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী সপ্তাহেই ভারত সফরের প্রস্তুতিতে নেমে পড়তে হবে লিটন-শান্তদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটিও বেশ গুরুত্বপূর্ণ। ম্যান ইন ব্লুরা শক্তিশালী প্রতিপক্ষ হলেও চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরে বিমানবন্দরে ভারত সফর নিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই ভারতে জয় পাওয়া সম্ভব। এ রকম সিরিজ জিতলে আত্মবিশ্বাস প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে থাকবে। দলের আত্মবিশ্বাসও ওপরের দিকে থাকবে। ভারত সিরিজ অবশ্যই কঠিন একটি সিরিজ। এটার জন্য আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। প্রস্তুতি নিতে হবে। এখন যে দলের অবস্থা আছে। আমরা যদি আমাদের সেরা খেলাটা খেলতে পারি ভালো করা সম্ভব।’
শান্ত যোগ করেন, ‘প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি, খেলোয়াড়দের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমরা জেতার জন্য খেলবো। খেলোয়াড়দের মধ্যে সব সময় একটা জিনিস থাকে যে, আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। এবার ওই জিনিসটা আমরা করতে পেরেছি। এজন্য আমরা জানি, আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি যেকোনো দলকে আমরা হারাতে পারব। খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি প্রক্রিয়া অনুসরণ করি তাহলে আমার বিশ্বাস সামনের দুটি সিরিজও ভালো করবো।’
সূচি অনুযায়ী, ভারত-বাংলাদেশ সিরিজ আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে। সিরিজের প্রথম টেস্ট চেন্নাইয়ে এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে। চারদিন বিরতি শেষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি এবং ৯ ও ১২ অক্টোবর দিল্লিতে ও হায়দরাবাদে বাকি দুটি ম্যাচ গড়াবে।