×

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনালের সম্ভাবনা টাইগারদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে আগামী বছরের ১১ থেকে ১৫ জুন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে লর্ডসে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে সদ্য পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা বাংলাদেশেরও। ফাইনালে টেবিলের শীর্ষ দল অংশ নিলেও পাকিস্তানের বিপক্ষে জয়ের পর টাইগারদের অবস্থান বর্তমানে শীর্ষ চারে। তবে ২০২৩-২৫ মৌসুমের আরো ৬টি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। বর্তমানে টেবিলে ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দুয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬২.৫০ শতাংশ। ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে অবস্থান করছে নিউজিল্যান্ড। বাংলাদেশ যদি হাতে থাকা শেষ ছয়টি টেস্টই জেতে ও আর কোনো পয়েন্ট জরিমানা না দেয়, তবে শতকরা হিসেবে সর্বোচ্চ ৭২.৯১ পয়েন্ট পেতে পারে। আবার ছয়টি ম্যাচই হারলে পয়েন্ট কমে ২২.৯১ শতাংশ হয়ে যাবে। পরের ৬ টেস্টে তিনটি করে হার-জিত দেখলে শতকরা পয়েন্ট হবে ৪৭.৯১। শেষ পর্যন্ত কী হবে কে বলতে পারে, তবে অন্তত কাগজ-কলমের হিসাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা আছে।

লর্ডসকে বলা হয় ক্রিকেট তীর্থ। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম তিনটি ফাইনালই হয়েছিল লন্ডনের এই ভেন্যুতে। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপটা যখন ইংল্যান্ডে গেল তখনো ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসকে বেছে নিতে দুবার ভাবেননি আয়োজকরা। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি ফাইনাল ইংল্যান্ডে হলেও ভেন্যু লর্ডস ছিল না। ২০২১ সালে সাউদাম্পটনে ও ২০২৩ সালে ওভালে হয় ফাইনাল। তবে এবার লর্ডসের সেই ‘অপূর্ণতা’ ঘুচতে যাচ্ছে।

আইসিসি গতকাল ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসের নাম ঘোষণা করেছে। আগামী বছরের ১১ থেকে ১৫ জুন হবে সেই ফাইনাল। সেই ফাইনালে মুখোমুখি হবে কোন দুটি দল, সেটি এখনো বলার মতো সময় আসেনি। তবে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। মাত্রই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতা বাংলাদেশেরও সম্ভাবনা আছে পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থেকে লর্ডসে ফাইনালের টিকেট কাটার।

দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ‘জটিল’ পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে বাংলাদেশ। আটে থেকে সিরিজ শুরু করা নাজমুল হোসেনের দল রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরে ছয়ে উঠে এলেও পয়েন্ট জরিমানা দিয়ে আবার নেমে যায় সাতে। সেই দলটি পিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পর তিন ধাপ লাফ দিয়ে উঠে এসেছে চারে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ভারত ও অস্ট্রেলিয়া নভেম্বর-জানুয়ারিতে মুখোমুখি হবে পাঁচ ম্যাচের সিরিজে। দুই দলের পয়েন্ট কাটাকুটির খেলা তালিকায় ভালোই প্রভাব রাখতে পারে। আর তাতে কাছেপিঠে থাকা দলগুলো ফাইনাল খেলার সম্ভাবনাও বাড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App