পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
নাজমুল হোসেন শান্ত, ছবি: এপি
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা। নিজেদের ইতিহাসে নবম টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। এর মধ্যে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো সিরিজ জয়।
এর আগে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুইবার এবং ২০২১ সালে জিম্বাবুয়ের মাটিতে একবার জিতেছিল টাইগাররা। এবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর পরবর্তী টেস্ট সিরিজে চোখ নাজমুল হোসেন শান্তর। সেই সঙ্গে সাকিব-মিরাজদেরও ক্রেডিটও দিয়েছেন তিনি।
পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে শান্তর ভাষ্য, পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। মুশফিক ও সাকিবের কাছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে ৫ উইকেট নিলো, তা খুবই অসাধারণ। আশা করি, ভারতের বিপক্ষেও সে একই কাজ করবে।
পেসারদের প্রশংসায় টাইগার দলপতি বলেন, এই জয়ের মানেটা বিশাল। এর অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সত্যিই খুশি। আমরা এখানে জয়ের খোঁজে ছিলাম এবং যেভাবে সবাই নিজেদের কাজ করল, তাতে আমি খুবই খুশি আমি। আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল এবং এই কারণেই আমরা এই ফল পেয়েছি। সবাই নিজেদের প্রতি সৎ থেকেছে এবং তারা জিততে চেয়েছে। আমি আশা করি, এটা বজায় থাকবে। সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে, তা দুর্দান্ত। এমনকি জাকিরও ইতিবাচকতা নিয়ে ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।
এ সময়ে একাদশের বাইরে থাকা ক্রিকেটারদেরও কৃতিত্ব দেন শান্ত। তার মতে, সবাই অবদান রেখেছে এই জয়ে, বিশেষ করে একাদশে না থাকা সেই চার খেলোয়াড় যারা সুযোগ পায়নি। ফিল্ডিংয়ে দলকে খুবই দারুণ সহায়তা করেছে তারা। আশা করি, এই সংস্কৃতিটা বজায় থাকবে।