×

খেলা

পাকিস্তানকে ধবলধোলাই

সিরিজসেরার প্রাইজমানি আন্দোলনে নিহত রিকশাচালক পরিবারকে দিলেন মিরাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

সিরিজসেরার প্রাইজমানি আন্দোলনে নিহত রিকশাচালক পরিবারকে দিলেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ

২৪ বছরের টেস্ট ইতিহাসে এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দু’বার ও জিম্বাবুয়েকে একবার ধবলধোলাই করেছে বাংলাদেশ। এবার পাকিস্তানকে নাকানিচুবানির স্বাদ দিলো লাল-সবুজেরা। ইতিহাস গড়ে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্য গ্রিন ম্যানদের ৬ উইকেটে হারিয়ে প্রথমবার সিরিজ জিতল টাইগাররা।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে সিরিজ জিততে অলরাউন্ড পারফরম্যান্সে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। তাই সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এই পুরস্কার বাবদ ৫ লাখ পাকিস্তানি রূপি জিতেছেন। এই অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিকশাচালক পরিবারকে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই-আগস্টে রক্তাক্ত হয়েছে বাংলাদেশ। পদত্যাগ করতে বাধ্য হয়েছে শেখ হাসিনা সরকার। এই আন্দোলনে অনেক শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ, পথচারী, রিকশাওয়ালাসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন। তাদের মধ্যে এক রিকশাওয়ালার মৃত্যুতে ব্যথিত হয়েছেন মিরাজ। আন্দোলনে শহীদ হওয়া ওই রিকশাওয়ালা পরিবারের হাতে সিরিজসেরার প্রাইজমানি বাবদ পাওয়া অর্থ তুলে দেয়ার ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১৪ হাজার টাকার কিছু বেশি।

আরো পড়ুন: পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের

সিরিজের প্রথম থেকেই ব্যাট-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন মিরাজ। পুরস্কার বিতরণী মঞ্চে শুরুতে ইংরেজিতেই কথা বলছিলেন তিনি। পরবর্তীতে অনুমতি নিয়ে বাংলায় মিরাজ ঘোষণা দেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের বাইরে প্রথম সিরিজ সেরা হতে পেরে ভালো লাগছে। সবাই জানেন বাংলাদেশে কিছু সমস্যা হয়েছে। আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, এই আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন, পরে উনি মারা চান। তার পরিবারকে আমি এই অর্থটা দিতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নারী-শিশুসহ নিহত ২৮

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সরকারি ৬ ব্যাংকের এমডি অপসারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App