×

খেলা

রাওয়ালপিন্ডির আবহাওয়া আগামীকাল যেমন থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

রাওয়ালপিন্ডির আবহাওয়া আগামীকাল যেমন থাকবে

বৃষ্টির কারণে খেলা বন্ধ; ছবি: এএফপি

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে পাকিস্তানকে ধবলধোলাই করতে পারবে বাংলাদেশ, এমন প্রশ্ন টাইগার ভক্ত-সমর্থকদের মনে। সিরিজ জিততে বাংলাদেশের দরকার আরও ১৪৩ রান। ইতিহাস গড়ার লক্ষ্যে দারুণ শুরুও করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। ৪২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেন তারা।

দ্বিতীয় ইনিংসে কোনো উইকেটে না হারিয়ে ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪২ রান। ২৩ বলে ৩১ রানে অপরাজিত জাকির। অন্যপ্রান্তে ১৯ বলে ৯ রানে অপরাজিত সাদমান।

পিন্ডিতে ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে লাল-সবুজেরা। আক্রমণাত্মক মেজাজেই খেলেন ওপেনার জাকির হাসান। এতে প্রথম ৬ ওভারে ৩৭ রান তুলে চা বিরতিতে যায় টাইগাররা। 

তবে চা বিরতি শেষে এক ওভার পরই খেলা বন্ধ হয়ে যায়। এ সময়ে স্টেডিয়ামের সবকটি ফ্লাডলাইট জ্বালানো হয়। কিন্তু ম্যাচ–উপযোগী আলো নেই বলে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।

কিছুক্ষণ পরই বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। তখনো প্রায় দেড় ঘণ্টা খেলা বাকি ছিল। ভারী বৃষ্টিতে আউট ফিল্ডে পানি জমে। সবকিছু বিবেচনায় দিনের খেলা এখানেই শেষ করেন ম্যাচ অফিশিয়ালরা।

এদিকে পঞ্চম ও শেষ দিনে বৃষ্টি বা বৈরী আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে কিনা, তা নিয়েও জল্পনা-কল্পনা আছে। বৃষ্টি বাগড়ায় প্রথম দিনের খেলা মাঠে গড়ায়নি। টসও হয়নি সেদিন। এরপর চতুর্থ দিন বিকেলের আগপর্যন্ত আবহাওয়া ভালোই ছিল।

আকুওয়েদারের তথ্য বলছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পিন্ডির বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের সম্ভাবনা আছে। এর সম্ভাব্যতা ৪০ শতাংশ। ঘণ্টায় বাতাসের বেগ ১১ কিলোমিটার থাকবে। পিন্ডিতে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আর্দ্রতার কারণে তা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভব হতে পারে।

আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কিছু সময় বজ্রঝড়েরও সম্ভাবনা। দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্নও থাকতে পারে। তবে বিকেলের দিকে আকাশ ক্রমশ রৌদ্রোজ্জ্বল হতে পারে।

সবমিলিয়ে আগামীকাল রাওয়ালপিন্ডিতে মিশ্র আবহাওয়া দেখা যেতে পারে। তবে যতটা সময় টাইগাররা পাবে, তা হয়তো নাজমুল হোসেনের দলের জয়ের জন্য যথেষ্টই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন পদক্ষেপ অভিষেকের!

বিচ্ছেদের জল্পনার মধ্যেই নতুন পদক্ষেপ অভিষেকের!

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

চাঁদা না দেয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভেঙে হাসপাতালে পাঠালেন বিএনপি নেতা

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সাংবাদিক দেওয়ান হাবিব আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App