×

খেলা

বিবর্ণ এমবাপ্পে, ফের পয়েন্ট খোয়ালো রিয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:২০ পিএম

বিবর্ণ এমবাপ্পে, ফের পয়েন্ট খোয়ালো রিয়াল

ছবি: পালমাসের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে; ছবি: এএফপি

লা লিগার সবশেষ আসরের চ্যাম্পিয়ন তারা। অথচ চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। নানান জল্পনা-কল্পনা শেষে লস ব্লাঙ্কোস শিবিরে পাড়ি জমানোর পর কিলিয়ান এমবাপ্পেও ম্যাচজুড়েই বিবর্ণ। এতে তিন ম্যাচে দুইবার পয়েন্ট খোয়ালো রিয়াল। 

লাস পালমাসের বিপক্ষে কোনোমতে হার এড়াল কার্লো আনচেলত্তির দল। পিছিয়ে পড়েও শেষমেশ ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তারা ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে পালমাস। অন্যদিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেতে পারতেন এমবাপ্পে। ভিনির পাস ধরে বক্সে ঢুকে পড়েন ফরাসি এই ফরোয়ার্ড। তবে তার শট রুখে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার।

তবে পরের মিনিটেই গোল হজম করে বসে রিয়াল। পঞ্চম মিনিটে ঘরের মাঠে সমর্থকদের উল্লাসে মাতান আলবার্তো। রিয়ালের দুই ডিফেন্ডারের বাধা টপকে বাঁ-পায়ের আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

প্রথমার্ধে আরো কয়েকটি আক্রমণ চালালেও কোনো দলই গোলের দেখা পায়নি। শেষপর্যন্ত লিড নিয়েই বিরতিতে যায় পালমাস।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে উঠে রিয়াল। ম্যাচের ৫১তম মিনিটে প্রতিপক্ষের দুজনের টপকে শট নেন ভিনি, তবে অনায়াসে তা ঠেকিয়ে দেন সিলেসেন।

অবশেষে ম্যাচের ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সফরকারীরা। পালমাসের ডিফেন্ডার আলেক্স সুয়ারেসের হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান ভিনিসিউস। শেষপর্যন্ত ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।

এ ড্রয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রিয়াল। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬তম স্থানে পালমাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App