×

খেলা

পিন্ডিতে রেকর্ডের হাতছানি মুশফিকের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পিন্ডিতে রেকর্ডের হাতছানি মুশফিকের

ছবি: সংগৃহীত

প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর পর টাইগাররা এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। নাজমুল হোসেন শান্তদের দলীয় বৈঠকে সিরিজ ড্র কিংবা রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট ড্র করা নিয়ে আলোচনা হয়নি। সবার চোখে জয়ের স্বপ্ন। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে লাল-সবুজের প্রতিনিধিরা ড্র করতে সমর্থ হলেও সিরিজ জয় নিশ্চিত হবে। বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচের আগে ঘোষণা করা হবে একাদশ। রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে হারার পর পাকিস্তান দলে পরিবর্তন আনার দাবি তুলেছিলেন সাবেকরা। সেই পরিবর্তন হয়েছেও।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের হারের পর পাকিস্তান দল নিয়ে সবচেয়ে বড় সমালোচনা হয়েছিল চার পেসার খেলানো নিয়ে। আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টের ১২ জনের দলেও চার পেসার আছে, কিন্তু একাদশে হয়তো চার পেসার খেলাবে না পাকিস্তান। তিন পেসারের সঙ্গে তারা হয়তো একজন স্পিনার খেলানোর কথাই ভাবছে।

দ্বিতীয় টেস্টের দল থেকে বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদিকে বাদ দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলে নেয়া হয়েছে লেগ স্পিনার আবরার আহমেদকে। একাদশে তার থাকাটা প্রায় নিশ্চিত। শাহিনকে অবশ্য এমনিতেই এই টেস্টের বাইরে রাখার কথা হচ্ছিল। প্রথম টেস্ট চলাকালে তার স্ত্রী আনসা আফ্রিদির কোলজুড়ে এসেছে প্রথম সন্তান। সেই ছেলে সন্তানকে দেখতে যাওয়ার জন্য তাকে ছুটি দেয়ার কথা আগে থেকেই হচ্ছিল।

আজ রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টের মতো এই টেস্টেও পিন্ডির ২২ গজে ব্যাট হাতে সহজেই দুটি রেকর্ডকে নিজের করে নিতে পারবেন মুশফিক। টেস্ট ক্রিকেটে মুশফিক অনেকটা সময় ধরেই বাংলাদেশের এক নম্বর ব্যাটসম্যান। রান সংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি র?্যাকিংয়েও রয়েছে তার দাপট। ৫ হাজার ৮৬৭ রান নিয়ে মুশফিক রান সংখ্যায় সবার চেয়ে এগিয়ে। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ১৩৩ রান। ৩৯.১১ গড় ও ৪৮.২৯ স্ট্রাইক রেটে ৮৯ ম্যাচে ১৬৪ ইনিংসে মুশফিক এই রান করেছেন। সামনে তার বড় কিছুর হাতছানি। বাংলাদেশের প্রেক্ষাপটে এতটা লম্বা সময় ধরে আন্তর্জাতিক মঞ্চে টিকে থাকা, পারফর্ম করা এবং রেকর্ডের মালা পরা সব কিছুই কঠিন। কঠিন এই কাজটা মুশফিক শতভাগ নিবেদন, একাগ্রতা দিয়েই করে যাচ্ছেন।

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে রান সংখ্যায় সবার উপরে তামিম ইকবাল। ৩৮৭ আন্তর্জাতিক ম্যাচে ৪৪৮ ইনিংসে তামিমের রান ১৫ হাজার ১৯২। মুশি ৩৪ রান করতে পারলে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রানকে ছাড়িয়ে যাবেন। তার রান ১৫ হাজার ১৫৯। দুটি মাইলফলক ছোঁয়া মুশফিকের জন্য অসম্ভবের কিছুই নয়। রাওয়ালপিন্ডিতে মুশফিকের ব্যাটে আরেকটি অনবদ্য ইনিংস তাকে নিয়ে যেতে পারে নতুন এক উচ্চতায়।

রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনের আগে নেমেছে বৃষ্টি। দুই দলই অলস সময় পার করেছে স্টেডিয়ামের ড্রেসিংরুমে বসে। পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে কাভারে। কোনোভাবেই মাঠে নামা সম্ভব হয়নি দুই দলের জন্য। এর আগে অবশ্য ৫ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পও সইতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

পাকিস্তানের স্থানীয় সময় গতকাল সকালে দেশটির রাজধানী ইসলামাবাদসহ বেশ কিছু শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রাওয়ালপিন্ডি, পেশয়ার, মারদানসহ খায়বার-পাখতুনখাওয়ার বিভিন্ন অংশে এই ভূমিকম্প অনুভব করা গিয়েছে। যদিও সেখান থেকে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্র থেকে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে।

ভূমিকম্প ছাড়াও গত ক’দিন ধরেই রাওয়ালপিন্ডি দেখেছে বৈরী আবহাওয়া। প্রথম টেস্টের প্রথমদিনের খেলাও শুরু হয়েছিল দেড় সেশন পরে। ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরুতে দেরি হয়েছিল। এমন হতে পারে আগামীকালও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে পিচের দুই প্রান্তে দুটো বড় ফ্যান দিয়ে পিচ শুকিয়ে ফেলার বিশাল দক্ষযজ্ঞ চলছে। অন্য এক ছবিতে পিচে ঘাসের আধিক্য দেখা গিয়েছে। পুরো ২২ গজই ঢাকা ছিল সবুজ ঘাসে। ধারণা করা হচ্ছে, বোলিং কন্ডিশন উপযোগী এক পিচই তৈরি হচ্ছে সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

লেবাননে বিস্ফোরণ পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App